promotional_ad

দুঃস্মৃতি পেছনে ফেলে মাঠে নামছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ সাত মাস পর সাদা পোষাকে খেলতে নামছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সাত মাসে বড় একটা ঝড় বয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর দিয়ে। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া।


সেই সিরিজই অস্ট্রেলিয়ার ক্রিকেটে কালো অধ্যায় যোগ করে দিয়ে গেছে। এই সিরিজেই বল টেম্পারিং কান্ডে জড়িয়েছিলেন তিন অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট, অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।


ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য ও বেনক্রফটকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। তবে ঐ দুঃস্মৃতি ভুলে নতুন উদ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।


রবিবার দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক টিম পেইন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, পুরনো ঘটনা পেছনে ফেলে এখন তাদের চিন্তায় শুধু পাকিস্তান টেস্ট। 


promotional_ad

‘পেছনে কি হয়েছে, এগুলো আমাদের চিন্তায় নেই। আমরা প্রথম টেস্টে কিভাবে খেলবো, সেটি নিয়েই ভাবছি। আমার মনে হয় গেল মার্চের ঘটনা ভুলে সকলে ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচের মধ্যে নিজেদেরকে ভালোভাবে অর্ন্তভূক্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাকিস্তান অনেক শক্তিশালী দল। তারমধ্যে দুবাইয়ের কন্ডিশন সর্ম্পকে ভালো ধারণা রয়েছে তাদের। তাই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে ভালো ক্রিকেটই খেলতে হবে আমাদের। আমার মনে হয়, দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। এই প্রবল ইচ্ছাটাই আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিবে।’


অস্ট্রেলিয়ার মতো দুঃস্বপ্নের মধ্যে দিয়ে না গেলেও সদ্যই এশিয়া কাপে যাচ্ছেতাই পারফরমেন্স করেছে পাকিস্তান। সুপার ফোর থেকে বিদায় নিয়েছিল দলটি। ফলে এই সিরিজটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশনও।


পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন এশিয়া কাপের পারফর্মেন্স পেছনে ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তাই সিরিজের শুরুটা ভালো ভাবেই করতে চায় দলটি।


‘এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি। দল হিসেবে আমরা খেলতে পারিনি। তবে এশিয়া কাপ এখন অতীত। টেস্ট ভিন্ন ফরম্যাট। এখানে নতুনভাবে শুরু করতে হবে আমাদের। আমার বিশ্বাস, টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারবো। এজন্য সিরিজের শুরুটা ভালোভাবে করতে হবে। সূচনা ভালো হলে পরবর্তীতে সবকিছুই সহজ হয়ে যায়।’


এদিকে, দুই দলই ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড ও মার্নুস লাবুসচাজনির। আর পাকিস্তানের জার্সি গায়ে প্রথম বারের মতো খেলতে নামবেন মোহাম্মদ আব্বাস।


অস্ট্রেলিয়া একাদশঃ টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্নুস লাবুসচাজনি, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লিঁও ও জন হল্যান্ড।


পাকিস্তান একাদশঃ (রোববার সকালে ঘোষণা হবে চূড়ান্ত দল): মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, আজহার আলী, হরিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস , ওয়াহাব রিয়াজ / হামজা মীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball