promotional_ad

স্পিন শক্তি নির্ভর একাদশ ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। এবারই প্রথম বারের মতো কোনো ম্যাচের আগেরদিন একাদশ ঘোষণা করেছে দলটি।


মূল একাদশে জায়গা পাওয়ার জন্য দুই পেসার ওয়াহাব রিয়াজ ও হামজা মীরের মধ্যে লড়াই চলছে। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন ম্যাচের দিনই জানা যাবে কে থাকছেন মূল একাদশে।


এর আগে সাদা পোষাকের ক্রিকেটে খেলা হয়নি হামজার। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে অভিষেক হচ্ছে পাকিস্তানি স্পিনার বিলাল আসিফের। পাকিস্তানের স্পিন আক্রমনের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ইয়াসির শাহ।


promotional_ad

তার সঙ্গে আছেন গত ইংল্যান্ড সফরে দারুণ চমক দেখানো আরেক স্পিনার মোহাম্মদ আব্বাস। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ দিন পর পাকিস্তানের একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।


তিনি ১৭ সদস্যের স্কোয়াডে ছিলেন না। আরেক অলরাউন্ডার শাদাব খান ও পেসার মোহাম্মদ আমিরের ইনজুরিই সুযোগ করে দিয়েছে হাফিজকে। এই অলরাউন্ডার শুধু স্কোয়াড নয় ঢুকে পড়েছেন পাকিস্তানের একাদশেও।


দীর্ঘ ২ বছর পর পাকিস্তানের হয়ে সাদা পোষাকে মাঠে নামার অপেক্ষায় ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। অজিদের বিপক্ষে তরুণ ওপেনার ইমাম উল হকের সাথে ওপেনিংয়ে নামার কথা রয়েছে তার।


পাকিস্তান একাদশঃ (রোববার সকালে ঘোষণা হবে চূড়ান্ত দল): মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, আজহার আলী, হরিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস , ওয়াহাব রিয়াজ / হামজা মীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball