promotional_ad

এবার ভয় তাড়ানোর পালা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||


ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ২ রানের হার দলের সদস্যদের মানসিকভাবে বড় ধাক্কা দিয়েছে। চাপের মুখে তালগোল পাকিয়ে জেতা ম্যাচ হেরে বসে বাংলাদেশ। একদম আনকোরা দল নিয়ে টুর্নামেন্টের কঠিন গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয়া বড় অর্জন ছিল। ভাগ্য সহায় থাকলে হয়তো অর্জনটা আরও দীর্ঘ হতে পারত। 


তবে ব্যক্তিগত ভাবে এবারের এশিয়া কাপে ভাল পারফর্মেন্স দিয়ে নজরে এসেছেন তরুন লেগ স্পিনার রিশাদ হোসেন। চার ম্যাচে আট উইকেট শিকার করেছেন তিনি। প্রতি ম্যাচেই দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। ক্রিকফ্রেঞ্জির সাক্ষাৎকারে তরুন রিশাদ জানিয়েছেন এশিয়া কাপের অভিজ্ঞতার কথা। 


বাবা মা কি বলছেন এমন হারের পর?


রিশাদঃ কি আর বলবে, ব্যাড লাক (হাসি)।


ব্যক্তিগত পারফর্মেন্স ভাল হয়েছে আপনার, ভারত ঘুরে দাঁড়িয়ে জুটি গড়েছিল। কিন্তু আপনার আর হৃদয়ের বোলিংয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। সেই সময় কি কথা হয়েছিল?


রিশাদঃ আমার পরিকল্পনা ছিল ডট বল করার। চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলাম। ওরা কিন্তু বেশিরভাগ সময় আক্রমণাত্মক ব্যাটিং করে থাকে। দুই একটা বল ডট গেলেও হাত খুলে খেলতে চায়। এটা আমরা কাজে লাগাতে চেয়েছিলাম। 



promotional_ad

প্রথম ইনিংসের পর ১৭৩ রানের লক্ষ্যে কতোটা আত্মবিশ্বাসী ছিলেন?


রিশাদঃ আমরা বোলিংয়ে আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু ব্যাটসম্যানরা খেলতে পারেনি। ওরা খেলতে পারছে না এই যাহ, আমরা সবাই নতুন তো।


নতুন দল হিসেবে ভয় বড় টুর্নামেন্টের ভয় ছিল?


রিশাদঃ নতুন দল হিসেবে মানসিক ভয় থাকে একটা, সেটা কেটে গেলেই ভাল করবে।


সেমিফাইনাল ম্যাচে উপরে ব্যাট করেছেন, কারণ কি ছিল?


রিশাদঃ হ্যাঁ, আমাকে ধরে রাখার জন্য নামিয়েছিল। সেদিন কাজে লাগে নি। আমি এখন ব্যাটিং নিয়ে কাজ করছি, সামনে ভাল হবে আশা করি। 


সব মিলিয়ে এশিয়া কাপকে কিভাবে দেখছেন?



রিশাদঃ টুর্নামেন্টের শুরুটা একটু খারাপ গিয়েছিল। আমরা পরে কামব্যাক করেছি। আসলে ব্যাটসম্যানরা খেলতে পারলে ভিন্ন হতে পারত টুর্নামেন্টটা।


টুর্নামেন্টে ব্যক্তিগত পারফর্মেন্সকে কিভাবে দেখছেন?


রিশাদঃ আমি নিজের জন্য চিন্তা ভাবনা করে বল করি নি। লক্ষ্য ছিল দল যেটা চাইবে সেটাই করব। 


এবার পাওয়ারপ্লেতে বোলিং করেননি। সামনে দরকার হলে করতে সমস্যা হবে না তো?


রিশাদঃ হ্যাঁ, আমি নতুন বলে অনুশীলন করছি। আমার তেমন সমস্যা হয় না। বলের উপর নিয়ন্ত্রণ ঠিক থাকে নতুন বলেও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball