সিরিজ হারেই সব কিছু শেষ হয়ে যায়নিঃ সালমা

ছবি: সালমা খাতুন

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে মাটিতে নামিয়ে এনেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে তারা।
সিরিজ হাতছাড়া বাংলাদেশ নারী দলের জন্য বড় একটি ধাক্কা। তবে এই হারে নিজেদের অর্জন বিবর্ণ হবে না বলেই মনে করেছেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।

‘আমার মনে হয় না মনোবল নিচে নেমে যাওয়ার কথা। দুটি ম্যাচ হারাতেই সব শেষ হয়ে যায়নি। আমাদের সামনে আরও অনেক ম্যাচ(বিশ্বকাপ) আছে। কাল আরেকটি টি-টুয়েন্টি আছে। সেখানে যদি ভালো করতে পারি আত্মবিশ্বাস আবার বেড়ে যাবে।’
চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই দল আত্মবিশ্বাস ফিরে পাবে বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।
বাংলাদেশ দলের ব্যর্থতার মূল কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। সালমা মনে করেন ব্যাটসম্যানরা রানে ফিরলেই দলের চেহারা বদলে যাবে। ব্যাটসম্যানরা রানে না থাকায় বোলাররাও আত্মবিশ্বাস পাচ্ছে না বলে মত টাইগ্রেস অধিনায়কের।
‘আমি সবসময়ই বলি ব্যাটসম্যানরা রান করলে কিন্তু কেউ আমাদের ধরতে পারবে না। দুই ম্যাচেই কিন্তু কেউই সেভাবে রান করতে পারেনি। ভালো একটা স্কোর যখন দাঁড়াবে, বোলাররা উদ্যোম পাবে। রান না হওয়ার কারণে বোলাররা আত্মবিশ্বাস পাচ্ছে না।’
আগামী ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। এই মিশনকে সামনে রেখেই চলছে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। সিরিজ হারলেও বাংলাদেশ দলের কাছে এটা শুধুই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।