শনিবার তাসকিনের এপিএল মিশন শুরু

নতুন লীগে তাসকিন আহমেদ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী শনিবার (৬ই অক্টোবর) আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় নানগারহারের মুখোমুখি হচ্ছে তাসকিন আহমেদের কান্দাহার নাইটস। 


আসরে এটাই কান্দাহারের প্রথম ম্যাচ। আর এই ম্যাচটিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছেন তাসকিন। গত বুধবারে দেশও ছেড়েছেন তিনি। 


২৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের এটাই প্রথমবারের মতো কোন বৈশ্বিক আসরে অংশগ্রহণ। এর আগে বিপিএলে খেললেও বিদেশের অন্য কোন ফ্রেঞ্চাইজি লীগে তাঁর খেলার সুযোগ হয়নি। 


একই দলের হয়ে খেলার কথা ছিল টাইগার ওপেনার সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুনের। তবে বাংলাদেশ দলের আসন্ন সিরিজগুলোর কথা বিবেচনা করে বিসিবি ছাড়পত্র দেয়নি তাঁদের। 


৬ই অক্টোবর ম্যাচের পর দিন অর্থাৎ ৭ই অক্টোবর আবারও মাঠের লড়াইয়ে নামবে কান্দাহার। এরপরের ম্যাচের দিন তাঁদের প্রতিপক্ষ বালখ লিজেন্ডস। গ্রুপ পর্বে মোট আঁটটি ম্যাচ খেলবে তাসকিনরা। এরপরে গ্রুপ পর্বের খেলায় শীর্ষ চার দল পরের রাউন্ডে খেলবে। 


promotional_ad

এপিএল ২০১৮ আসরের জন্য কান্দাহার নাইটসের স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম, আসগর আফগান (অধিনায়ক), পল স্টারলিং, তাইমাল মিলস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, কেভিন ও’ব্রায়ন, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, হামজা হোতাক, করিম সাদিক, সৈয়দ শিরজাদ, মোহাম্মদ নাভীদ, ওয়াকার, আব্দুল বাকী, ওয়াহেদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশাক এবং নাসির জামাল।


কান্দাহারের ম্যাচের সময়সূচিঃ


১। কান্দাহার বনাম নানগারহার (সন্ধ্যা ছয়টা)- ৬ই অক্টোবর



২। কান্দাহার বনাম বালখ (রাত ১০টা)- ৭ই অক্টোবর



৩। কান্দাহার বনাম কাবুল (সন্ধ্যা ছয়টা)- ১১ই অক্টোবর



৪। কান্দাহার বনাম পাকতিয়া (সন্ধ্যা ছয়টা) - ১২ই অক্টোবর



৫। কান্দাহার বনাম নানগারহার (রাত ১০টা)- ১৩ই অক্টোবর



৬। কান্দাহার বনাম কাবুল  (রাত ১০টা)- ১৬ই অক্টোবর



৭। কান্দাহার বনাম পাকতিয়া (রাত ১০টা)- ১৭ই অক্টোবর



৮। কান্দাহার বনাম বালখ (সন্ধ্যা ছয়টা)- ১৮ই অক্টোবর



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball