promotional_ad

সর্বনিম্ন ব্যাটিং গড় তামিমদের!

তামিম ও ইমরুল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিতার নাম ওপেনিং জুটি। শুধু সীমিত ওভারের ক্রিকেট নয় সাদা পোষাকের ক্রিকেটেও বাংলাদেশের ওপেনাররা গত ১২ মাসে আহামরি কিছু করতে পারেননি।


টাইগার ওপেনার তামিম ইকবাল ১০ ইনিংসে ৫০ গড়ে রান তুললেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। গত এক বছরে বাংলাদেশ দলের ওপেনিং জুটির গড় ১৯। যা টেস্ট খেলুরে ১০ দলের (আফিগানিস্তান ছাড়া) মধ্যে সর্বনিম্ন। 


promotional_ad


বাংলাদেশের পরেই আছে পাকিস্তান তারা ২০ গড়ে ওপেনিংয়ে রান তুলেছে গত এক বছর। এদিকে, ওপেনিংয়ে সবচেয়ে বেশি গড় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। তাদের ওপেনিং জুটির ম্যাচ প্রতি গড় ৫০ এর উপরে।


দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের ওপেনাররা রান তুলেছে ৩৮ গড়ে। জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যানরা মাঝারি গড়ে রান তুলেছে। তাদের গড় ৩২। আর ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানরা ৩১ ও নিউজিল্যান্ডের ওপেনাররা ৩০ গড়ে রান তুলেছে।


তবে, রান রেটের হিসাব টানলে বাংলাদেশের ওপেনারদের অবস্থান থাকবে দুই নম্বরে। তারা ৩.৪ গড়ে রান তুলেছে ওভার প্রতি। বাংলাদেশের সমান গড়ে ওভার প্রতি রান তুলেছে জিম্বাবুয়েও।


সবচেয়ে বেশি ওভার প্রতি রান তুলেছে ভারতীয় ওপেনাররা। তারা ৩.৮ গড়ে রান তুলেছে। ফলে বোঝাই যাচ্ছে তাদের রানের পাহাড় গড়ার পথটা গড়ে দিয়ে যান ওপেনাররাই। যেখানে বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball