ইনজুরি কাটিয়ে ফিরছেন প্লেসিস

ছবি: ফাফ ডু প্লেসিস

|| ডেস্ক রিপোর্ট ||
পার্লে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে শনিবার দিন মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে (বাংলাদেশ সময় বিকেল ৫ টায়)। আগেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাওয়ায় এই ম্যাচটি আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই না জিম্বাবুয়ের কাছে।
এদিকে কাঁধের ইনজুরি সেরে যাওয়ায় এই ম্যাচে ফিরছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টুইটারের মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। এর আগে কিম্বার্লিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিকরা।

আগের ম্যাচে হ্যাট্রিক করেছিলেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। তবে এই ম্যাচে একাদশে জায়গা নাও পেতে পারেন তিনি। কেননা আরেক স্পিনার তাবরাইজ শামসি দলের সঙ্গে থাকলেও এখনো একটি ম্যাচেও খেলেননি। এই ম্যাচে তাই বিশ্রামে থাকতে পারেন তাহির।
তবে গুরুত্বহীন ম্যাচের আগেও কিছুটা চিন্তিত থাকতে পারেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। কেননা শেষ দুই ম্যাচে ১০০ রান তোলার আগেই যথাক্রমে পাঁচ এবং সাত উইকেট হারিয়েছিল তাঁরা।
এই ম্যাচটিতে দলে ফিরে বাড়তি দুশ্চিন্তা থাকছেই তাঁর। অপরদিকে জিম্বাবুয়ের দুশ্চিন্তাও থাকছে, কেননা অল্প রানে আফ্রিকাকে বেঁধে রাখলেও কাঙ্খিত জয় তুলে নিতে পারেননি তাঁরা।
দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশঃ- ডিন এলগার, এইডেন মার্করাম, রিজা হেন্ডরিক্স, হেনরি ক্লাসেন (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ক্রিস্টিয়ান জংকার, জেপি ডুমিনি, আন্দাইল ফেহলুকায়ো, ডেল স্টেইন, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি।
জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশঃ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।