promotional_ad

যুব টাইগারদের স্বপ্নভঙ্গ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট 


বাংলাদেশের যুবাদের সামনে বড় সুযোগ ছিল যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়ার। কিন্তু ভারতের কাছে মাত্র ২ রানে হেরে শেষ পর্যন্ত আর ফাইনাল খেলা হচ্ছেনা বাংলাদেশের যুবাদের। 


স্বপ্নভঙ্গঃ 


১৩৬ থেকে ১৬১ রানের মাঝে লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যানদের বিদায়ে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশকে নিয়ে। ১৬১ রানে ৯ উইকেট হারান বাংলাদেশকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা ঠিক ভাবেই করছলেন মিনহাজুর এবং রকিবুল। কিন্তু দলীয় ১৭০ রানে মিনহাজুর রান আউট হলে আবারও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ আর ফাইনালের টিকিট পায় ভারত। 


আকবর-শামিমের লড়াকু ইনিংসঃ


দলকে বিপদ থেকে উদ্ধার করতে দারুণ এক ইনিংস খেলেছেন আকবর আলি। যদিও অল্পের জন্য অর্ধশতক মিস করেছেন তিনি। শামিমের সাথে ৭৪ রানের জুটি গড়ার পর শট কভার অঞ্চলে সহজ ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪৫ রানে। আকবরের বিদায়ের পর উইকেট থিতু হয়ে খেলতে থাকা শামিম তুলে নেন ফিফটি। কিন্তু ব্যক্তিগত ৫৯ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। জয়ের জন্য মাত্র ১২ রানের প্রয়োজন বাংলাদেশের। বর্তমানে দলের স্কোর ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান। 


তার বিদায়ের পর এখনও ৩৪ রান প্রয়োজন বাংলাদেশের। ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৯ রান ৬ উইকেট হারিয়ে। 


promotional_ad

হাল ধরলেন শামিম-আকবর 


রিশাদের বিদায়ের পর শামিম হোসেন এবং আকবর আলি মিলে দলের হাল ধরেছেন। দুজন মিলে ইতিমধ্যে ৫০ রানের জুটি গড়ে দলকে আশার আলো দেখাচ্ছেন। 


হৃদয়-জয়ের জুটিঃ 


২১ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর সেখান থেকে বাংলাদেশকে টেনে দেয়ার দায়িত্বটা কাঁধে নেন মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক তৌহিদ হৃদয়। কিন্তু ২১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ২৫ রানে সিদ্ধার্থ দেসাইকে উইকেট ছুঁড়ে দেন জয়। এর তিন ওভার পর লেগ স্ট্যাম্পের বাইরের বলে স্লগ সুইপ করতে গিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন এই দলপতি। 


ওপেনারদের ব্যর্থতাঃ


পুরো এশিয়া কাপ জুড়েই যুবাদের বড় দুশ্চিন্তার নাম ছিল ওপেনিং জুটির রান না পাওয়া। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচেও একই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ওপেনাররা। ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছেন ওপেনার সাজিদ হোসেন। তার বিদায়ে প্রান্তিক নাবিলের সাথে ক্রিজে ব্যাট করতে নামেন মাহমুদুল হাসান জয়। কিন্তু বেশিক্ষন ক্রিজে থাকা হয়নি প্রান্তিকেরও।


ভারতের ইনিংসঃ


মিরপুরের হোম অফ ক্রিকেটে বৃহস্পতিবার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ৪৯.৩ ওভারে মাত্র ১৭২ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। টসে জিতে প্রথমে ব্যাট করা ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার ইয়াশভি জেসওয়াল।


এছাড়াও ৩৬ রান আসে সামির চৌধুরীর ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল ইসলাম। ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি মৃত্যুঞ্জয়, রিশাদ এবং অধিনায়ক হৃদয় নেন ২টি করে উইকেট। 


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ সাজিদ হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, মিনহাজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম।


ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ ইয়াশভি জেসওয়াল, দেবদুত পাডেকাল, অনুজ রাওয়াত, ইয়াশ রাথর, আইয়ুশ বাদোনি, সিমরান সিং (অধিনায়ক ও উইকেটরক্ষক), হর্ষ তেয়াগি, সিদ্ধার্থ দেসাই, অজয় গঙ্গাপুরাম, মহিত জংরা, সমির চৌধুরী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball