সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের যুবাদের সামনে বড় সুযোগ রয়েছে যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়ার। ফাইনালের টিকিট পেতে হলে তৌহিদ হৃদয়ের দলকে করতে হবে ১৭৩ রান নির্ধারিত ৫০ ওভারে।
মিরপুরের হোম অফ ক্রিকেটে বৃহস্পতিবার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ৪৯.৩ ওভারে মাত্র ১৭২ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। টসে জিতে প্রথমে ব্যাট করা ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার ইয়াশভি জেসওয়াল।
এছাড়াও ৩৬ রান আসে সামির চৌধুরীর ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল ইসলাম। ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি মৃত্যুঞ্জয়, রিশাদ এবং অধিনায়ক হৃদয় নেন ২টি করে উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভদুদ পাডিক্কালের উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। দলীয় ৩ রানে তাকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেকথ্রু এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর অবশ্য তৃতীয় উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে ভারত।
কিন্তু দলীয় ৬৯ থেকে ৭৭ রানের মধ্যে বাংলাদেশী বোলারদের তোপে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে ভারত। এই অবস্থায় ভারতের হাল ধরেন আইয়ুশ বাদোনি এবং সামির চৌধুরী। দু'জন মিলে ৯৩ বলে ৫৯ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করার কাজটা ভাল ভাবেই করছিলেন।
কিন্তু দলীয় ১৩৬ রানে এই জুটি ভাঙ্গেন বাঁহাতি পেসার মিনহাজুর রহমান। বাদোনিকে ২৮ রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। এই জুটি ভাঙ্গার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইন্ডিয়া। নীচের সারির ব্যাটসম্যানদের ছোট ছোট পুঁজিতে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ সাজিদ হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, মিনহাজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম।
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ ইয়াশভি জেসওয়াল, দেবদুত পাডেকাল, অনুজ রাওয়াত, ইয়াশ রাথর, আইয়ুশ বাদোনি, সিমরান সিং (অধিনায়ক ও উইকেটরক্ষক), হর্ষ তেয়াগি, সিদ্ধার্থ দেসাই, অজয় গঙ্গাপুরাম, মহিত জংরা, সমির চৌধুরী।