ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে মুশফিক

ছবি: মুশফিকুর রহীম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের শুরু থেকেই পাঁজরের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। মুশফিকের সেরে উঠতে আরও ছয় সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
"মুশফিকের রিভ ট্রমা আছে। রিভ ফ্র্যাকচার আছে। যেকোন ফ্র্যাকচার সারতে চার থেকে ছয় সপ্তাহ লেগে যেতে পারে। কিন্তু রিভের ক্ষেত্রে সময় বেশি নেয়। কারণ এটা সারাক্ষণ মুভমেন্টের উপর থাকে।"

এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে অতি মানবীয় ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। দুই ম্যাচেই পাঁজরের চোট নিয়ে ব্যাটিং করেছেন লম্বা সময়।
ইনজুরি নিয়েও খেলার মধ্যে থাকায় মুশফিকের এখন বিশ্রামটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাছাড়া, পাঁজরের ইনজুরি হওয়ায় সপ্তাহখানেক বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশিষ।
তবে সেটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। ফলে ধরে নেয়াই যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের।
"এই ধরনের রিভ ইনজুরি অন্যান্য ইনজুরির চাইতে সপ্তাহ খানেক বেশি সময় লাগতে পারে। ও রিভ ট্রমা নিয়েও অনেকক্ষন ব্যাট করেছে, ভাল করেছে। যথেষ্ট পেইনের মধ্যে থাকলেও সে ম্যানেজ করেছে। কাজেই এখন বিশ্রামটা দরকার। আমরা সপ্তাহখানেক পর আবার এসেস করব।"