যুব এশিয়া কাপের শিরোপা জিততে চায় ভারত

ছবি: দেবদূত ও হার্শ ত্যাগি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার যুব এশিয়া কাপের শিরোপাটাও নিজেদের করে নিতে চায় তারা। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ভারতীয় যুব দলের পেসার হার্শ ত্যাগি।
"বিষয়টি এমন নয়। এই সিরিজের আগে আমরা অন্য আসরে খেলেছি। আর আমরা শুধু দল নয়। আমরা একটি পরিবার। আমরা এই আসরে শিরোপা জিততে চাই।"

এশিয়া কাপের আগে অনুশীলনের জন্য খুব বেশি সময় পায়নি ভারতীয়রা। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ব্যক্তিগত কারণে চলতি যুব এশিয়া কাপে বাংলাদেশে আসতে পারেননি। ফলে তাদের অনুশীলন করতে হচ্ছে ডব্লুভি রমনের অধীনে।
এরপরও সেমিফাইনালে নিজেদের সেরাটা দিতে চায় ভারতীয় যুবারা। বাংলাদেশের বিপক্ষে শেষ চারের ম্যাচটি ভারতীয়দের কাছে যথেষ্ঠ গুরুত্ব পাচ্ছে। কারণ এটা ফাইনালে ওঠার সিঁড়ি। ম্যাচটিকে ইতিবাচক ভাবেই নিচ্ছে ভারতীয়রা।
"হ্যাঁ ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সেমিফাইনাল ম্যাচ। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সব সেমিফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি এবং আমরা ইতিবাচক।"
যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। বাংলাদেশ 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলছে ভারত।