তামিমের পুনর্বাসন চলবে আরও সপ্তাহ তিনেক

ছবি: তামিম ইকবাল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগার ওপেনার তামিম ইকবাল এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁহাতের হাতের ইনজুরিতে পড়েছিলেন। এখন তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হতে আরও তিন সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
বুধবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিঁনি বলেছেন, "আপাতত সপ্তাহ তিনেকের মতো সময় লাগবে প্রাথমিক রিহ্যাভ সম্পন্ন করতে।"

কদিন আগেই ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ তামিম। সেই ডাক্তারের পরামর্শ মেনেই চলছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া। তামিমের পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছেন বিসিবির ফিজিও।
"ওর হাতের সমস্যা নিয়ে ইংল্যান্ডের সাউথাম্পটনের হ্যান্ড সার্জনের সঙ্গে দেখা করেছে, উনার পরামর্শ অনুযায়ী আমরা রিহ্যাভ প্লান ঠিক করেছি। এখন আমাদের ফিজিও থেরাপিস্টরাই কাজ করছে, সেই গাইলডলাইন অনুসরণ করছে। উনার পরামর্শ অনুযায়ী চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত আমরা কিছু স্লিন্ট ইন মবিলাইজশন চালাচ্ছি। এরমধ্যে কিছু দিন চলে গেছে। আগামী সপ্তাহ তিনেকের মতো এভাবেই চালানোর পরিকল্পনা করেছি।"
চলতি মাসের ২০-২৫ তারিখে আবারও তামিমকে পর্যবেক্ষণ করা হবে। সে সময় অবস্থা বুঝেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার দেবাশিষ। আর যদি দেখা যায় উন্নতি হচ্ছে না তাহলে আবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া হবে।
"২০ অথবা ২৫ তারিখের দিকে ওকে আমরা আবার রিএসেস করব। এসেসমেন্টের পরে দেখা যায় ওর হাতের ফাংশনালিটি পুরো ফিরে এসেছে তাহলে ক্রিকেট আক্টিভিটি শুরু করব। আর যদি দেখা যায় উন্নতি সন্তুষজনক নয় তখন হয়ত আবার রিভিউ করতে হবে।"