শক্তিশালী ভারতের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি: বাংলাদেশ যুব দল

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার দিন সকাল নয়টায় মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ নিয়ে দুশ্চিন্তা করতেই পারে বাংলাদেশ। কেননা গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটোতেই তিন শতাধিক রান করেছে ভারত, জিতেছেও তিনটি ম্যাচেই।

অপরদিকে বাংলাদেশ দলের শক্তিমত্তা বোলিংয়ে। আসরে শ্রীলংকার বিপক্ষে হারলেও পাকিস্তান এবং হংকংয়ের বিপক্ষে বোলিংয়ে ভাল করেই জিতেছে বাংলাদেশ।
এদিকে ম্যাচের আগে নিজ দলের বোলিং সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়। গণমাধ্যমের সামনে বলেছেন,
'আসলে আমাদের যেই বোলিং লাইন আপ, আমাদের বিপক্ষে রান করা একটু কঠিন। বোলার যারা আছেন তাঁরা সবাই অভিজ্ঞ। তাঁরা ভাল জায়গায় বল করে। ভারত কার সাথে রান করছে সেটা আমাদের জন্য বড় কিছু না।'
তবে মুখে যাই বলুক বাংলাদেশ দলের অধিনায়ক। ভারতকে সমীহ করতেই হবে তাঁর। বাংলাদেশের বিপক্ষে শেষবারের দেখায়ও জিতেছিল ভারত। সেই ম্যাচে টাইগাররা হেরেছিল ১৩১ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ সম্ভাব্য একাদশঃ- তানজিদ হাসান, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম।