promotional_ad

মেন্টাল ব্লকের অপর নাম ভারত

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারের পর থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের এক ধরনের মেন্টাল ব্লক এর সাথে লড়তে হয়। বড়দের ক্রিকেটের এই প্রভাব বলয়ের বাইরে নেই ছোটদের ক্রিকেটও।


কোন টুর্নামেন্টের নক আউট পর্বের ম্যাচ গুলোতে ভারতের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না ক্ষুদে টাইগাররাও। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আফিফ-সাইফদের বাংলাদেশকে পাত্তাই দেয় নি ভারত।



promotional_ad

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে ফের একই মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তৌহিদ হৃদয়ের দলকে। 'মেন্টাল ব্লক আমাদের ভেতর কাজ করে না। আমরা হয়তো মাঠে ছোটোখাটো ভুল করে থাকি। 


'এই জন্য আমরা বেশিরভাগ ম্যাচ হেরে থাকি। প্রতি ম্যাচেই আমরা ছোট ছোট ভুল করে থাকি। আমরা ভাল খেলি, কিন্তু সেই ছোট ভুলের কারণেই ম্যাচ জয় করতে পারি না,' বুধবার সোনারগাঁও হোটেলে সংবাদ মাধ্যমে বলেছেন অধিনায়ক তৌহিদ হৃদয়।


ভারতের বিপক্ষে বড় ম্যাচ গুলোতে যে কোন মূল্য জয় চাই, এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হয় ক্রিকেটারদের, সেটা হোক বড়দের ক্রিকেটে কিংবা ছোটদের ক্রিকেটে। বাংলাদেশ দল অবশ্য ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচকে অন্যান্য ম্যাচের মতই দেখার চেষ্টা করবে।



অধিনায়ক তৌহিদ হৃদয় বলেছেন, 'আমাদের সেই রকম কোন চাপ নেই। আমাদের প্রতিটা প্লেয়ার এখন ভাল অবস্থানে আছে, ছন্দে আছে। আমরা নিজেদের দিক নিয়েই ভাবছি। আশেপাশে কি হচ্ছে, প্রতিপক্ষ কে সেইসব নিয়ে চিন্তার কিছু নেই।'


রোহিত শর্মার ভারতের বিপক্ষে গত মাসের ২৮ তারিখ এশিয়া কাপ ফাইনালে শেষ বলে এসে পরাজয় বরন করেছে বাংলাদেশ দল। চলতি বছরের মার্চ মাসেই আবার নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে শেষ বলে এসে শিরোপা হারিয়েছে বাংলাদেশ। আর ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের স্মৃতি তো এখনও তরতাজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball