promotional_ad

ইংল্যান্ডের মন্ত্রে ভারত বধের ছক কষছেন স্টুয়ার্ট ল

স্টুয়ার্ট ল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই ইংল্যান্ড সফরে নাকানি চুবানি খেয়েছে ভারতীয় দল। সাউদাম্পটন টেস্টে বল হাতে দারুণ বোলিং করে দলকে ৬০ রানের জয় পাইয়ে দিয়েছিলেন ইংলিশ স্পিনার মঈন আলী। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।


দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৭১ রানে। এর মধ্যে দুটি উইকেটই ভারতের মূল দুই ব্যাটসম্যান ভিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের। ইংল্যান্ডের সাফল্যের সেই মন্ত্রই ভারত সফরে কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ক্যারিবিয়ান কোচ স্টুয়ার্ট ল এমনটাই জানিয়েছেন।


promotional_ad

"মঈন আলী সত্যিই ভারতকে বিপদে ফেলেছিল ইংল্যান্ডে, পায়ের ফাঁকের মধ্যে বল করে। আমাদের যা আছে আমরা তাই ব্যবহার করবো। রোস্টন চেজ আলীর চেয়ে অনেক লম্বা। একই গতিতে বোলিং করে। দেভেন্দ্র বিশো ও জোমেল ওয়ারিকানেরও ভালো নিয়ন্রণ আছে।"


আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের ক্যারিবিয়ানদের সবচেয়ে বড় চিন্তার নাম ভিরাট কোহলি। ইংল্যান্ড সফরে দল ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন ভারতীয় দলপতি।


তাই সিরিজ জিততে কোহলিকে আটকাতে হবে। স্টুয়ার্ট ল ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের পরামর্শ দিয়েছেন ব্যাটসম্যানদের দেখেই বল করার জন্য। তাদের নাম দেখে নয়। তাহলে কাজ কিছুটা সহজ হয়ে যাবে। 


"কোহলি শুধু ভারত নয়, অন্য দেশগুলোতেও দুর্দান্ত। সে অসাধারণ ব্যাটসম্যান। আমি বলছি ব্যাটসম্যানের নামের কথা চিন্তা না করে, ব্যাটসম্যানকে দেখেই বল করতে হবে। তাহলে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। এবং সে ব্যাটিং লাইন আপে একাই নয়।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball