ফখরকে স্কোয়াডে নিয়ে জুয়া খেলেছিঃ ইনজামাম

ছবি: ফখর জামান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তার পরও তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে। অজিদের বিপক্ষে এই ওপেনারকে নিয়ে জুয়াই খেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামামুল হক।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন, "আমি টেস্ট দলে তাকে নিয়ে একটি জুয়া খেলেতে যাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত যে সে যখন ফর্ম ফিরে পাবে তখন বড় ইনিংস খেলবে।"

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের বিস্ফোরক এই উদ্বোধনী ব্যাটসম্যান হতাশাজনক পারফরমেন্স করেছিল। পাঁচ ম্যাচ খেলে করেন মাত্র ৫৬ রান। তার পরও এই ওপেনারের কাঁধে হাত রাখছেন ইনজামাম।
'সে বড় মাপের ক্রিকেটার এবং দুই একটা খারাপ ইনিংসের মানে এই না যে আমরা এমন খেলোয়াড়কে পরিবর্তন করব যে কিনা কিছু দিন পূর্বেও আমাদের জন্য ভাল পারফর্ম করেছে।'
এশিয়া কাপের সুপার ফোরে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান ক্রিকেট দল। এই ব্যর্থতার জেরে অধিনায়কত্ব হারাতে পারেন সরফরাজ। আন্তর্জাতিক গনমাধ্যম এমনটাই জানিয়েছে।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধাণ নির্বাচক ইনজামামুল হক। চলতি মাসের ৭ তারিখে এই সরফরাজের নেতৃত্বেই অজিদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১১ই অক্টোবর।