সাকিবের ইনজুরি প্রসঙ্গে কাঠগড়ায় ফিজিও চন্দ্রমোহন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙ্গুলের পুরনো ইনজুরিতে হাতটাই হারাতে বসেছিলেন তিনি। তবে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় এ যাত্রায় শঙ্কা মুক্ত সাকিব।
বাংলাদেশ দলের টি-টুয়েন্টি দলপতির এই অবস্থার জন্য দায় এড়াতে পারেন না বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। খুব দ্রুতই এই ঘটনার জন্য তার কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

‘আমার অবশ্যই তাঁর কাছে জানতে চাইব, সাকিবের কেন এমন হয়েছে। প্রধান নির্বাহীর (বিসিবি) সঙ্গে কথা বলে জবাবদিহি চাওয়া হবে। সাকিবের আরও খারাপ কিছু হতে পারত। তাঁকে (ফিজিও) দলে রাখাই হয়েছে খেলোয়াড়দের দেখে রাখার জন্য।’
আঙ্গুলের চোটের বাজে অবস্থার জন্য এশিয়া কাপের মাঝ পথেই দেশে ফিরেছেন সাকিব। আঙ্গুলের অস্ত্রোপচার করাতে যেদিন সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, সেদিন তার হাতে প্রচন্ড ব্যাথা শুরু হয়। ব্যথানাশক খেয়েও লাভ হচ্ছিল না।
অবস্থা বেগতিক দেখে দ্রুত অ্যাপোলো হাসপাতালে যান সাকিব। জানতে পারেন, চোট পাওয়া বাঁ হাতের কড়ে আঙুল থেকে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়েছে। পুঁজ জমে ভয়াবহ অবস্থা। পুঁজ সময়মতো না বের করে গেলে বড় ক্ষতি হত সাকিবের।
হাসপাতালের চিকিৎসক একবার দেখেই সাকিবের অবস্থা বুঝে গিয়েছিলেন। তবে বিসিবির ফিজিও এতো দিনেও কেন সাকিবের আঙ্গুলের অবস্থা বুঝতে পারেননি তা বোধগম্য নয় কারোর। ফলে বিসিবির কাঠগড়ায় যেতে হচ্ছে বাংলাদেশ দলের ফিজিও চন্দ্রমহজনকে।