promotional_ad

বড় ইনিংস খেলতে ফিটনেস লাগেঃ সাদমান

সাদমান ইসলাম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০তম আসরের উদ্বোধনী দিনে সিলেট বিভাগের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ঢাকা মেট্রোর ব্যাটসম্যান সাদমান ইসলাম। ২৩৮ বলে ২ ছয় আর ২০ টি চারে ১৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি।


প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। ক্যারিয়ার সেরাও বটে। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৪০ রানের। সিলেট বিভাগের বিপক্ষে দিনের খেলা শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাদমান ইসলাম।


সেঞ্চুরির পর কেমন লাগছে?


সাদমান - সেঞ্চুরি করার পর সবার যে রকম অনুভূতি হয় সেরকমই লাগছে। যে রকম ইচ্ছা নিয়ে মাঠে শুরু করেছিলাম তেমনটা করতে পেরেছি। চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখার। যতক্ষণ মাঠে থাকা যায় সেটার চেষ্টা করছিলাম। সারাদিন খেলার লক্ষ্য ছিল, কিন্তু হয়নি। দলের লক্ষ্য ছিল একটি সেঞ্চুরির। একটি সেঞ্চুরি দিয়ে তো হয়না, ইনিংসটি আরেকটু লম্বা করলে দলের জন্য ভালো হত।


promotional_ad

পুরো টুর্নামেন্ট নিয়েই আপনার চিন্তা ছিল। তবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পাওয়া পুরো আসরে অনুপ্রেরণা যোগাবে?


সাদমান - সবারই ইচ্ছে থাকে শুরুটা দারুণ করার। এরকম ইচ্ছা আমারও ছিল। যখন ভালো একটা ইনিংস খেলেছি, আশা করি ছয় ম্যাচেই কিছু দেয়ার চেষ্টা করবো দলকে। 


আশরাফুল, মেহরাব ও মার্শালদের মতো সিনিয়র ক্রিকেটারের সাথে ড্রেসিং রুম শেয়ার করছেন। এটার অভিজ্ঞতা কেমন?


সাদমান - এটা অনেক কাজে লাগছে। তাদের কাছ থেকে অনেক জানার আছে শেখার আছে। অনেক আগে থেকেই দেখছি তারা অনেক বড় বড় ইনিংস খেলেন। এখান থেকেই আমরা শিখছি। ড্রেসিংরুমে তাদের দেয়া পরামর্শই আজ অনেক কাজে দিয়েছে ।


ফিটনেস নিয়ে কি ভাবছেন?


সাদমান - অনুশীলন করছি ঠিক ভাবে। তবে ফিটনেসটা বেশি দরকার। এই গরমে বড় ইনিংস খেলতে গেলে ভালো ফিটনেস লাগে। এইচপির ক্যাম্প শেষে নিজে নিজে অনুশীলনের চেষ্টা করেছি। এজন্যই হয়তো পারফর্মেন্সটা হচ্ছে। চেষ্টা করবো এটা ধরে রাখার।


আজকের ম্যাচে ২ টি ছয় ও ২০ টি চারের মার মেরেছেন। শট সিলেকশনের জন্য নিজেকে কিভাবে তৈরি করেছেন?


সাদমান - আলাদা ভাবে এগুলো নিয়ে চিন্তা করি না। চেষ্টা করি বাজে বলটা মারার। ভালো বল তো সবসময়ই ভালো বল। এগুলো চিন্তা করেই মাঠে ব্যাটিং করি। আর কিছু না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball