রিশাদের জোড়া আঘাত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার কাছে হারের পর ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। আর ব্যাকফুটে থেকেই পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তৌহিদ হৃদয়ের দল।
চট্টগ্রামে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ দল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করে পাকিস্তান।

বাংলাদেশের বোলাররা পাকিস্তানি ব্যাটসম্যানদের চাপের মধ্যে রাখলেও প্রথম ১০ ওভারে কোন উইকেট নিতে পারেনি। তবে ইনিংসের ১৩ তম ওভারে দলীয় ৩০ রানে অভিশেক দাসের বলে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ।
মহসিন খানকে ১১ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর অবশ্য হাল ধরেন পাকিস্তান দলপতি রোহেল নাজির এবং সায়েম আইয়ুব। দুইজনের ৪৩ রানের জুটি ভাঙ্গেন লেগ স্পিনার রিশাদ।
২৩ রান করা রোহেল নাজিরকে ফেরানোর পর আবারও আঘাত হানেন এই স্পিনার। সাদ খানকে ০ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন এই লেগ স্পিনার। বর্তমানে পাকিস্তানের স্কোর ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান।
বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, অভিশেক দাস, শরিফুল ইসলাম।