বিশ্বের ব্যস্ততম অলরাউন্ডারের তালিকায় সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৭ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত গত এক বছরে ফ্রেঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততম অলরাউন্ডারের তালিকায় নাম আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
এই সময়ে অন্তত ৪৯০ টি বল মুখোমুখি হওয়া অলরাউন্ডারের তালিকায় তিনি দ্বিতীয়। এই তালিকায় প্রথমে আছেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। তিনি খেলছেন ৫৩০ টি বল।

তালিকায় তৃতীয় স্থানে আছেন অজি অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান (৪৭০ টি)। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। তাঁর মুখোমুখি হওয়া বলে সংখ্যা প্রায় সাড়ে চার'শ।
তবে এই সময়টায় সবচেয়ে বেশি বল করা অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থানে আছেন এই ক্যারিবিয়ান। প্রায় ১১০০ এর মতো বল করেছেন তিনি। এই তালিকায় চতুর্থ অবস্থানে আছেন সাকিব।
৮০০ বলের বেশি করেছেন সাকিব। তালিকায় তৃতীয়তে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি করেছেন প্রায় সাড়ে আট'শ বল।
এই তালিকার দ্বিতীয়তে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ১১০০ এর কম বল করেছেন তিনি।