'যাযাবর' তামিম...

ছবি: তামিম ইকবাল

|| ডেস্ক রিপোর্ট ||
হাতের ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মাঝ পথেই ছিটকে গিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। চিকিৎসকের পরামর্শ নিয়ে লন্ডন থেকে রবিবারই দেশে ফিরেছেন তিনি।
গত এক বছর ধরেই টানা ভ্রমণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। শুধু একারণেই না, গত একবছর ভিন্ন ভিন্ন ৯ টি দেশে ক্রিকেট খেলেছেন তামিম। গত এক বছর ধরেই জাতীয় দলের বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেশের বাইরে।

দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই তিনি টাইগারদের হয়ে খেলেছেন। তামিম টি-১০ লীগের গত আসরে খেলেছেন দুবাইয়ে। তাছাড়া বিশ্ব একাদশের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডে চ্যারিটি ম্যাচ খেলেছেন।
ভারতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অংশ নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছেন। একই দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রেও।
তবে, ভিন্ন ভিন্ন ১০ টি দেশে ম্যাচ খেলে তামিমকে ছাড়িয়ে গেছেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। দুজনেই আইপিএল, বিপিএল ও বিগব্যাশে অংশ নিয়েছেন। খেলেছেন একাধিক দলের হয়ে।
তামিমের মতোই ভ্রমণ ক্লান্তি পোহাতে হয়েছে শোয়েব মালিক ও শাদাব খানেরও। এই দুই পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন ৯ টি দেশে। ফলে বোঝাই যাচ্ছে ক্রিকেটের বিশ্বায়নে যুগে ক্রিকেটারদের ভ্রমণটাও বেড়ে যাচ্ছে।