promotional_ad

৭-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে তামিম

তামিম ইকবাল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


হাতের ইনজুরির ডাক্তার দেখিয়ে রোববার দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ফিরেই সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তামিম জানিয়েছেন, ৭ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।


‘ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই নিশ্চিত হওয়া যাবে কতদিন সময় লাগে।’


promotional_ad

আবারও ৫ সপ্তাহ পর ডাক্তারের কাছে যেতে হবে। নতুন কোনো চিকিৎসার প্রয়োজন না হলেও পুরোপুরি সুস্থ হতে তার ৭ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তামিম।


তামিমের বার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাচ্ছে না এই ওপেনারকে। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার মাঠে ফেরার জোড় সম্ভাবনা আছে।


উল্লেখ, সদ্য সমাপ্ত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই হাতে ব্যাথা পান তামিম। এর পরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পরই জানা যায় তার হাতে চিড় ধরা পড়েছে।


দলের প্রয়োজনে সেই ম্যাচের শেষ দিকে একহাতে ব্যাট করতে দেখা গেছে তামিমকে। এর দুদিন পরই দেশে ফিরে আসেন তিনি। এরপর লন্ডনে ডেভিড ইংয়ের কাছে চিকিৎসা নিয়েছেন এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball