promotional_ad

সহজ ম্যাচ কঠিন করে জিতল আফ্রিকা

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যদিও অল্প রান তাড়ায় (লক্ষ্য ১১৮) বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে আফ্রিকাকে।


মাত্র ৪০ রানেই তিন উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে জুটি গড়েন উইকেটরক্ষক হেনরিক ক্ল্যাসেন এবং ক্রিশ্চিয়ান জঙ্কার। তবে এর একটু পরেই ৬ রানে ফিরে যান জঙ্কার। 


ক্ল্যাসেনের নতুন সঙ্গী অধিনায়ক জেপি ডুমিনি দেখে শুনেই খেলতে থাকেন। ৪৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪৪ রান করে পঞ্চম উইকেট হিসেবে ফিরে যান ক্ল্যাসেন।



promotional_ad

বাকী সময়টা দলকে আর কোনো ভোগান্তিতে পরতে দেননি ডুমিনি এবং মাল্ডার। জিম্বাবুয়ের হয়ে তেন্দাই চাতারা এবং হ্যামিল্টন মাসাকাদজা দুটি করে উইকেট লাভ করেন।   


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তিন প্রোটিয়া পেসার ক্যাগিসো রাবাদা, অ্যান্ডিল ফেহলুকওয়ায়ু এবং লুঙ্গি এনগিদির ত্রিমুখী আক্রমণের মুখোমুখি হয় তাঁরা।


রাবাদা এবং ফেহলুকওয়ায়ু নেন দুই উইকেট, এনগিদির শিকার তিন উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন এল্টন চিগম্বুরা। এছাড়া ওপেন করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা করেন ২৫ রান। 


এছাড়া উল্লেখ করার মতো রান করেননি কেউই। দলের সাত ক্রিকেটারই করেছে এক অঙ্কের রান!



সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েঃ- ১১৭/১০ (৩৪.১ ওভার)
(চিগম্বুরা ২৭, মাসাকাদজা; এনগিদি ৩/১৯, ফেহলুকওয়ায়ু ২/২২, রাবাদা ২/৩৪)
দক্ষিণ আফ্রিকাঃ- ১১৯/৫ (২৬.১ ওভার)
(ক্ল্যাসেন ৪৪, মার্করাম ২৭; চাতারা ২/ ১২, মাসাকাদজা ২/২৬)
ফলাফলঃ- দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে জয়ী।
সিরিজঃ- তিন মাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball