promotional_ad

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিততে চাইঃ জাহানারা

জাহানারা আলম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী ২ অক্টোবর পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলছে বাংলাদেশের মেয়েদের অনুশীলন।


তবে বৃষ্টির বাগড়ায় রবিবার খুব বেশি অনুশীলন করার সুযোগ পায়নি বাংলাদেশ দল। সিরিজের মাঝেও বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা নিয়েই প্রস্তুতি চলছে। সিরিজ শুরুর আগে টাইগ্রেস পেসার জাহানারা আলম জানিয়েছেন, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ই তাদের লক্ষ্য।


promotional_ad

‘আমরা বৃষ্টির মধ্যেও অনুশীলন করলাম। সিরিজের মধ্যেই বৃষ্টি হতে পারে। আসলে এখানে এত বেশি খেলেছি যে কখন কেমন থাকবে সেটা আমরা ভালো বুঝি। আমরা কন্ডিশনের সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চেষ্টা করবো। আমাদের লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়।’


এশিয়া কাপের চ্যাম্পিয়নরা ২০১৪ সালে শেষ বারের মতো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। সেবার ওয়ানডে সিরিজ জিতলেও হারতে হয়েছিল টি-টুয়েন্টি সিরিজ। সেই জয়েই অনুপ্রেরণার রসদ খুঁজছেন বাংলাদেশ দলের এই পেসার।


‘২০১৪ সালে এখানেই আমরা একটা সিরিজ জিতেছিলাম। সেটি অবশ্যই প্রেরণা যোগাবে মাঠে। দল হিসেবে আমরা খুব ভালো অবস্থায় আছি।’


নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠবে টি-টুয়েন্টি বিশ্বকাপের। ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণই পাচ্ছে বাড়তি গুরুত্ব। যে কারণে চারটি টি-টুয়েন্টির সাথে মাত্র ১টি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball