শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষা যুবাদের

ছবি: বাংলাদেশ যুব দল

|| ডেস্ক রিপোর্ট ||
যুব এশিয়া কাপে নিজেদের সূচনা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশ যুব দলের। শ্রীলংকার বিপক্ষে হারের একদিন পরে এবার পাকিস্তানের যুবদলের বিপক্ষে মাঠে নামবে তাঁরা।
সোমবার সকাল ৯ টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পরাজয় দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করেছে তাঁরা।
শনিবার শ্রীলংকার বিপক্ষে ছয় উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে তৌহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ। অপরদিকে পাকিস্তান বেশ ফুরফুরে মেজাজেই আছে। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের যুবাদের বিপক্ষে নয় উইকেটের বড় জয় পেয়েছে তাঁরা।

আবার এই ম্যাচে না জিতলে আসর থেকে ছিটকে পড়ার জোরালো সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে তাঁদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং।
আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪৬.৪ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় তৌহিদ হৃদয়ের দল। তবে বোলিং নিয়ে কিছুটা নির্ভার থাকতেই পারে তাঁরা। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৮ রানেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ দলের বোলাররা।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম।