promotional_ad

বিশ্বকাপটা একদিন আমাদের হাতে দেখবেনঃ নান্নু

মিনহাজুল আবেদীন নান্নু
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছে বাংলাদেশ। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন এই চাপ থেকেই খেলতে খেলতে একদিন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ দল।


নান্নুর ভাষ্যমতে, ''এক বছরে আমরা দুইটা ফাইনাল খেলে ফেলেছি। তো আমার মনে হয় যে খেলতে খেলতে একটা অভিজ্ঞতা হওয়া। তো দুবাইতে মনে হচ্ছিলো ইন্ডিয়ার হোম গ্রাউন্ড খেলা হচ্ছে। তো এক সময় দেখবেন যে বিশ্বকাপটা আমাদের হাতে। তো আমি আশাবাদী প্লেয়াররা যথেষ্ঠ কনফিডেন্টে আছে এই ধারাবাহিকতা থাকলে ইনশান্নাহ আগামী বিশ্বকাপে একটা ভালো কিছু হবে।''


promotional_ad

জাতীয় দলের এই সাবেক ক্রিকেটারের স্বপ্ন দেখা ভুল না। বাংলাদেশ দল এখন যেকোনো দলের চোখে চোখ রেখে পারফর্মেন্স করে। বড় ম্যাচে শুধু চাপটা ধরে রাখতে পারেনা।ছোটো খাটো ভুল ত্রুটির কারণে শিরোপা হাতছাড়া হচ্ছে।


এগুলো দ্রুত কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে জানিয়েছেন নান্নু। দলের কোথায় সমস্যা হচ্ছে এটা খুঁজে বের করতে হবে বলেও মনে করেন তিনি।


নান্নু বলেন, "কোথাও কোথাও ভুল হচ্ছে বলেই তো টুর্নামেন্টটা আমরা জিততে পারিনি। ওভারঅল এগুলো নিয়ে তো আমাদের টিম, ম্যানেজমেন্ট যারা আছে, তারা কাজ করবে। ব্যাটসম্যানদের কোথায় ভুল হচ্ছে, কোথায় চ্যালেঞ্জ দরকার এবং ফাইনাল খেলার যে একটা প্রেসার সবই দেখতে হবে।"


এশিয়া কাপের মাঝ পথে হুট করেই উড়িয়ে নেয়া হয়েছিল দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে নান্নুর বলেছেন পুলের ৩০ জন খেলোয়াড়ের যে কাউকেই তারা নিতে পারেন, এনিয়ে সমালোচনা কিছু দেখছেন না তিনি।


"কেউ পার্সনালি হয়ত আমাকে পছন্দ করছে না, তা নিয়ে সমালোচনা করবে। যে প্রাক্তন নির্বাচক ছিল তার কাজই ছিল সমালোচনা করা। কিন্তু দিন শেষে আপনার পার্ফম্যান্সটা কি? এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের পুলে ৩০ জন খেলোয়াড় আছে, এখান থেকে আমরা যাকে খুশি তাকে নেব।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball