promotional_ad

প্রথমবারের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে জাতীয় লিগ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর। এবারই প্রথম বারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।


হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ৮টি ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর মাঠে গড়াবে। রংপুর ছাড়া সব দলই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে নিজেদের মাঠ ব্যবহার করবে।


খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুরের ক্রিকেট গার্ডেন, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।


promotional_ad

আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম ও বরিশাল জেলা স্টেডিয়ামে।


রংপুর তাদের হোম ভেন্যু হিসেবে প্রথমে খুলনা স্টেডিয়ামকে ব্যবহার করবে। তারপর তারা ফিরে যাবে রংপুর ক্রিকেট গার্ডেনে। বাকিরা তাদের নিজ নিজ হোম ভেন্যুতেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।


গতবারের মতো এবারও দুই স্তরে (টায়ার ওয়ান ও টায়ার টু) জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম স্তরে খেলবে গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ (গেল আসরে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত)।


দ্বিতীয় স্তরে লড়বে ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ (গেল আসরে প্রথম স্তর থেকে অবনমিত)। গত আসরের মতো এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে।


টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টুতে নেমে যাবে। গত আসরে প্রথমে ব্যাট করা দলগুলোর জন্য ১২০ ওভারের খেলা নির্ধারিত ছিল।


তবে এবার কোনো ওভারের সীমাবদ্ধতা থাকছে না। পরিবর্তন আনা হয়েছে পয়েন্ট বন্টনেও। কোনো দল ২৫০ রানের পর যা রান করবে তার জন্য ০.১ পয়েন্ট করে পাবে। আর প্রতি ৮০ ওভার পর পর বল পরিবর্তন করা হবে। প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ বিভাগের হয়ে মাঠে নামবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball