ফিরছেন মাশরাফিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||
শুক্রবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হারের পর শনিবারই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। এক বিশ্বস্ত সূত্র থেকে বাংলাদেশ দলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ টিম দুবাই থেকে রওনা দেবে। এমিরেটস এয়ারলাইন্স যোগে রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরবেন তাঁরা।

অবশ্য ফিরে আসার পর কয়েকদিনের বিশ্রামে থাকবেন টাইগাররা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করবেন।
অবশ্য জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১ অক্টোবর থেকে। বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার অংশ নিবেন আসন্ন লীগে।
এরপর দশ তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আসন্ন এই
বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে মিরপুরে।