promotional_ad

'ব্যতিক্রমী' লিটনে মুগ্ধ রশিদ লতিফ

লিটন কুমার দাস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের ফাইনালে ব্যাট হাতে দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। বলা যায় ১২১ রানের ইনিংসটির মধ্য দিয়েই টুর্নামেন্টে রান খরা কাটিয়েছেন তিনি। দারুণ এই ইনিংসের পর সাবেক পাকিস্তানি অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফের বাহবা পাচ্ছেন লিটন। 


পুরো টুর্নামেন্টে ভেতরে আসা বল নিয়ে সমস্যায় পড়তে হলেও ফাইনালে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন লিটন। পাশাপাশি ভারতের সেরা বোলার বুমরাহ, কুলদিপদেরও দারুণভাবে সামলেছেন তিনি বলে মনে করেন লতিফ। লিটনের প্রশংসা করে এই পাকিস্তানি বলেছেন, 



promotional_ad

'ভাল ব্যাটিং করেছে সে। পুরো টুর্নামেন্টে যদি দেখি, তাহলে দেখা যাবে ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয় না লিটনের। ভেতরে আসা বলে তাঁর সমস্যা হত। কিন্তু আজ ভাল মানিয়ে নিয়েছিল। ভাল বোলারদের বিপক্ষেও শট খেলেছে সে। বুমরাহকে ও দুই স্পিনারকেও ভাল খেলেছে।' 


লতিফ কথা বলেছেন মুশফিকুর রহিম প্রসঙ্গেও। তাঁর মতে চাপের মুখে ভাল খেলা একজন ব্যাটসম্যান মুশফিক। এর আগের ম্যাচগুলোতেও এর প্রমাণ পাওয়া গেছে অনেকটাই। কিন্তু ফাইনালে যখন তিনি নেমেছিলেন তখন টাইগারদের রান ছিল ২ উইকেটে ১২৮ রান। এই প্রসঙ্গে সাবেক পাকিস্তানি অধিনায়কের ভাষ্য,    


'কিছু ব্যাটসম্যান থাকে, যারা চাপে পড়লে ভাল খেলে। মুশফিকুর রহিম ঠিক এমনই একজন। আজ তিনি যখন ব্যাট করতে নেমেছেন তখন স্কোর বোর্ডে ভাল রান ছিল।'



ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে কুলদিপ যাদবকে ডিপ মিড উইকেট অঞ্চলে উড়িয়ে মারতে গিয়ে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েছিলেন মুশফিক। লতিফের বিশ্বাস চাপের মুখে থাকলে হয়ত এই শটটি খেলতে চাইতেন না তিনি। তাঁর ভাষ্যমতে, 'অন্যান্য সময় হলে এমন শট বাতাসে খেলতে চাইতেন না তিনি। একটু বাড়তি আত্মবিশ্বাস কাজ করেছে ওই শটের পেছনে। কিন্তু এমন ঘটনা হতেই পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball