promotional_ad

রমিজ রাজার 'কাপ্তান অব এশিয়া কাপ' মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য সমাপ্ত এশিয়া কাপে অধিনায়কত্ব দিয়ে সকলের মন জয় করেছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ভারতের বিপক্ষে শুক্রবার ফাইনালে দলকে জয় এনে দিতে না পারলেও 'কাপ্তান অব এশিয়া কাপ' অর্থাৎ এশিয়া কাপের সেরা অধিনায়কের উপাধি পেয়েছেন তিনি।


পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ম্যাচ শেষে মাশরাফিকে এই উপাধি দেন। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দলে ছিলেন না, ওপেনিং জুটি নিয়ে সমস্যায় ভুগছিল দল। 


কিন্তু তাঁর পরও অধিনায়ক মাশরাফি যেভাবে দলকে নেতৃত্বে দিয়েছেন তাতে প্রভাবিত হয়েছেন এই পাকিস্তানী ধারাভাষ্যকার। ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত দলকে নিয়ে লড়াই করার পর তাঁকে এই উপাধি দিয়ে রমিজ বলেন,


promotional_ad

'এবারের এশিয়া কাপে বেশ কিছু ব্যক্তিগত পারফর্মেন্স ছিল। রোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, শেখর ধাওয়ান ও আরও অনেকেই। কিন্তু আমার মতে 'কাপ্তান অব এশিয়া কাপ' ছিলেন মাশরাফি বিন মর্তুজা। 


কারণ তাঁর দলে তামিম-সাকিবের মত প্লেয়ার ছিল না। ফাইনাল ম্যাচের আগে, ওপেনিং পার্টনারশিপ ছিল মাত্র ১৬ রানের। তবুও শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন তিনি। তারপর ভারতের সাথে চোয়াল শক্ত করে লড়াই করেছেন।' 


এদিকে টুর্নামেন্টের সেরা দুই দলই ফাইনাল খেলেছে বলে দাবি রমিজের। তাঁর মতে, ভারতকে হারান কঠিন ছিল যেকোন দলের জন্যই। কিন্তু বাংলাদেশ যেভাবে তাদের বিপক্ষে লড়াই করেছে তা সত্যি অসাধারণ।


শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। প্রতিযোগিতা সম্পন্ন ফাইনাল উপভোগ করেছেন তিনি। আর বাংলাদেশ যেভাবে খেলেছ এভাবেই চ্যাম্পিয়ন দলের জন্ম হয় বলেও জানিয়েছেন সাবেক এই পাকিস্তানী ব্যাটসম্যান।


'অনেক লড়াই এর পর দুই সেরা দল ফাইনালে জায়গা করে নিয়েছিল। ভারতকে হারান কঠিন ছিল, কিন্তু কি ক্লাসিক ম্যাচটাই না হল! ২২২ রান করে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে ভারতকে চাপের মধ্যে রাখা ও শেষ পর্যন্ত প্রতিযোগিতা করে যাওয়া, এক কথায় অসাধারণ ছিল।


এটাই চ্যাম্পিয়ন দলের চরিত্র, এভাবেই চাম্পিয়ন দলের জন্ম হয়। এভাবেই নতুন দল বড় দলে পরিণত হয়। আজকের ফাইনাল একদম ফাইনালের মতই ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball