লিটন হোক বাংলাদেশের লিটল মাস্টারঃ রাজ্জাক

ছবি: আব্দুল রাজ্জাক

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের শুরু থেকে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও ফাইনালে এসে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস।
খেলেছেন ১১৭ বলে ১২১ রানের অনবদ্য একটি ইনিংস। দারুণ এই ইনিংসের পর লিটনকে নিয়ে বন্দনায় মেতেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকও।
শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেকে প্রমাণ করা লিটন একদিন বাংলাদেশের লিটল মাস্টার হিসেবে সমাদৃত হবে বলে বিশ্বাস করেন তিনি। লিটন প্রসঙ্গে তিনি বলেন,

'তাদের পারফর্মেন্স দেখলেই বুঝা যায় বাংলাদেশের উন্নতি কতটা হয়েছে। লিটন দাস আজ যেই ইনিংস খেলেছে, তা এক কথায় অসাধারণ। আশা করি সে একদিন বাংলাদেশের লিটল মাস্টার হবে।'
শুধু তাই নয়, এই ম্যাচের পুরোটা জুড়েই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন লিটন। রাজ্জাক জানিয়েছেন লিটনের ব্যাটিং দেখে যেন মনেই হয়নি যে তিনি ফাইনাল খেলছেন।
বিশেষ করে তাঁর শরীরী ভাষা মুগ্ধ করেছে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারকে। রাজ্জাক বলেছেন,
'লিটনের ব্যাটিং দেখে মনে হয়নি সে ফাইনাল খেলছে, প্রতিপক্ষ ভারতের মত শক্তিশালী দল। যেভাবে শট খেলেছে, তাঁর শরীরী ভাষা দেখে মনে হয়েছে সে খুবই শান্ত এবং খুবই আত্মবিশ্বাসী।'
উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় মাশরাফিদের।