promotional_ad

কৃতিত্ব বাংলাদেশেরঃ রোহিত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ এশিয়া কাপের শিরোপা জয় করেছে ভারত। কিন্তু ভাল খেলার কৃতিত্ব প্রতিপক্ষ দল বাংলাদেশকেই দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ স্বল্প রানের লক্ষ্যকে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে পাহাড় সমান লক্ষ্য বানাতে সক্ষম হয়েছিলেন টাইগার বোলাররা।


ভারতীয় ব্যাটসম্যানদের প্রথম থেকেই চেপে ধরেছিলেন মাশরাফি-মুস্তাফিজরা। পাওয়ার প্লে'র প্রথম ১০ ওভারে ভারত রান নিয়েছিল দুই উইকেট হারিয়ে ৫৭। সেখানেই চাপের মুখে পড়েছিলেন তাঁরা, জানিয়েছিলেন রোহিত। যে কারণে বাংলাদেশের দেয়া মাত্র ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পঞ্চাশ ওভারের ম্যাচে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিল রোহিত-ধোনিদের।


promotional_ad

'আপনার বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চাপের মুখে রেখেছিল প্রথম ১০ ওভারে। আমরা ভেবেছিলাম যদি বল পুরনো হয়ে যায়, তাহলে স্পিনাররা ভাল করতে পারবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা পুরো টুর্নামেন্টে সেটি করতে পেরেছি,' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছিলেন রোহিত।


এদিকে এবারের এশিয়া কাপের সবগুলো টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্মেন্স করে গেছেন রোহিত। পাঁচ ম্যাচ খেলে দুটি অর্ধশতক এবং একটি শতক হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দলের জয়ে ফাইনাল ম্যাচেও ব্যাট হাতে অবদান রেখেছেন তিনি। ৫৫ বল মোকাবিলা করে ৪৮ রান করেছেন এই ওপেনার।


তবে শিরোপা ঘরে তোলার সাফল্যে নিজের তুলনায় সতীর্থদের অবদান বেশি ছিল বলে জানিয়েছিলেন রোহিত। এছাড়া আরব আমিরাতের দর্শক, যারা ভারতকে সমর্থন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন,


'আপনার এই ধরণের একটি দল থাকলে, অধিনায়ককেও সর্বদা ভাল মনে হবে। এটি মোটেই সহজ ছিল না যদি আমরা বাকি ১০ খেলোয়াড়ের সমর্থন না পেতাম, সুতরাং আমি আসলেই ছেলেদের নিয়ে গর্বিত। আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই, যারা সবাই আমাদের সমর্থন দিয়ে গিয়েছে পুরো টুর্নামেন্টে এবং আমি নিশ্চিত যে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট হয়ে ফিরে গেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball