কেন শেষ ওভার করলেন না মুস্তাফিজ?

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারে ভারতের দরকার ছিল ছয় রান। বোলিংয়ে আসলেন সৌম্য সরকার। কিন্তু না! শেষ মুহূর্তে সৌম্যের হাত থেকে বল নিয়ে মাহমুদুল্লাহর হাতে তুলে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অবশ্য এটা ছাড়া কিছু করারও ছিল না। কেননা দলের তিন পেসারের বোলিং কোটা শেষ। আশা করা যাচ্ছিলো, ৪৯তম ওভার মুস্তাফিজুর রহমান না করে ৫০তম ওভারেই বল ধরবেন তিনি।

অবশ্য ৪৯তম ওভারেও প্রয়োজন ছিল সেই মুস্তাফিজকেই। কেননা ভারতের তখন দরকার ছিল ১২ বলে নয় রান, মুস্তাফিজের সৌজন্যে সেই ওভারে মাত্র তিন রান দেয় বাংলাদেশ, পাশপাশি মুস্তাফিজও তুলে নেন ২১ রান করা ভুবনেশ্বর কুমারের উইকেট।
ম্যাচ শেষে মাশরাফি নিজেই পরিষ্কার করেছেন শেষ ওভারে স্পিনার আনার বিষয়টি। 'ভারত যেভাবে রান করছিল, তাতে করে মুস্তাফিজকে ৪৯ তম ওভারে বোলিং দেয়া গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা প্রতি বলে রান করছিল। সুতরাং সেই পরিস্থিতিতে আমি স্পিনার আনার কথা ভাবতে পারি নি'
এদিকে এই গরমেও টানা সাত ওভারের স্পেল শেষ করেছেন অধিনায়ক ম্যাশ। সপ্তম ওভারের শেষে বল হাতে তুলে নেন তিনি, এরপরে টানা সাত ওভার করেছেন তিনি।
এছাড়া ম্যাচের ওই সময়টায় মাশরাফি নিজেকে ছাড়াও বাকী দুই পেসারকে ব্যবহার করেছেন। আর তাই শেষের দিকের জন্য কোনো পেসারই জমা ছিল না। পুরস্কার বিতরণীতে মাশরাফিও দিয়েছেন এর উপযুক্ত ব্যাখ্যা।
'আমি দ্রুত বল করতে চেয়েছিলাম, কারণ আমি রান থামাতে চেয়েছিলাম কেননা তারা আমাদের ওপর চড়াও হচ্ছিল। আমরা চাইনি স্পিনারদের দিয়ে বেশি বল করাতে, তাই আমি পেসারদের বেশি ব্যবহার করেছি।'