টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ এবং অধিনায়ক মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও শেষ ওভারে গিয়ে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে শেষ বলে হারিয়ে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এদিন হারলেও ক্রিকেট বোদ্ধারা প্রশংসায় ভাসিয়েছে মাশরাফী বাহিনীকে।
এশিয়া কাপে নিজেদের প্রথম শিরোপা জয়ের খুব কাছ থেকে ফেরত আসা বাংলাদেশ দল এদিন দলীয় ভাবে দুর্দান্ত পারফর্ম করেছে। আর ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন,
ভারতকে চেপে ধরার জন্য অধিনায়ক মাশরাফিকে কৃতিত্ব দিতেই হয়। টুর্নামেন্টে তাদের দুর্বল দল মনে হলেও তারা দারুন ভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে।

'বাংলাদেশ অসাধারণ ভাল খেলেছে যতটা সম্ভব ম্যাচটিকে গভীরে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য অধিনায়কের অনেক বড় কৃতিত্ব রয়েছে। বাংলাদেশকে টুর্নামেন্টে বেশ দুর্বল দল বলে মনে হচ্ছিল, তবে তারা দারুণভাবে ফিরে এসেছে।'
ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া অধিনায়ক মাশরাফিকে নিয়ে প্রশংসা করেছেন। তার কাছে মনে হয়েছে ভারত ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে। তিনি লিখেছেন,
'মাশরাফির অধিনায়কত্বে মুগ্ধ হয়েছি আমি। ভারতকে তারা যেভাবে চেপে ধরেছিল তা সত্যি অসাধারণ ছিল। মনে হচ্ছিল তাদের লক্ষ্য ২২২ নয় ২৪২।'
ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্র শেহবাগ সাকিব-তামিম বিহীন বাংলাদেশ যে এভাবে পারফর্ম করবে তা ভাবতে পারেন নি। মাশরাফির দলের প্রশংসা করে তিনি লিখেছেন,
'কাছে এসেও জেতা হল না বাংলাদেশের। তারপরও পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে তাদের প্রশংসা করতেই হয়। সাকিব-তামিমকে ছাড়া দারুন ফাইট করেছে দলটি।'
ভারতের সাবেক মিডেল অর্ডার ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণও ভাবেন নি সাকিব-তামিম বিহীন বাংলাদেশ এতো লড়াই করতে পারবে। তিনি লিখেছেন,
'বাংলাদেশকে আমার হ্যাটস অফ। তারা শেষ বল পর্যন্ত লড়াই করেছে, যা দেখে সত্যি মুগ্ধ হয়েছি আমি। তামিম-সাকিব ছাড়াও দলটি যে এভাবে পারফর্ম করবে তা ভাবিনি।'