ব্যাটসম্যানদের কাছে অন্তত ২৬০ রান চেয়েছিলামঃ মাশরাফি
ছবি: মাশরাফি বিন মর্তুজা

ভারতের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হেরে এশিয়া কাপের শিরোপা খুইয়েছে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে ২২২ রানের পুঁজি নিয়েও শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ দল।
তবে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন তিনি ব্যাটসম্যানদের কাছে অন্তত ২৬০ রান চেয়েছিলেন। তবে, জয়ের জন্য ২৪০ রানের পুঁজি হলেই চলতো বলে বিশ্বাস মাশরাফির, 'আমাদের ২৪০ এর বেশির রান প্রয়োজন ছিল। আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে অন্তত ২৬০ রান চেয়েছিলাম।'
বোলিং ভালো করলেও ফিল্ডিংয়ে টাইগাররা অনেক ভুল করেছে বলে মনে করেন মাশরাফি। তবে বোলাররা দারুণ বোলিং করে শেষ পর্যন্ত লড়াই করায় দারুণ সন্তুষ্ট বাংলাদেশ দলপতি।

'আমি মনে করি আমরা অনেকের হৃদয় জয় করতে পেরেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি, কিন্তু আজকে আমরা ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। আমরা আসলেই অনেক ভাল বোলিং করেছি।'
পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং ভুগিয়েছে। তবে, ফাইনালে প্রথম বারের মতো ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১২০ রানের জুটি গড়েন লিটন কুমার দাস।
মিরাজের ফিরে যাওয়ার পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। লিটন দাস ১২১ রান করে আউট হলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৮.৩ ওভারে ২২২ রানে থামতে হয় বাংলাদেশকে।
ছোটো পুঁজি নিয়ে লড়াই করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট এনে দেন টাইগার বোলাররা। তবে বাজে ফিল্ডিংয়ের খেসারৎ দিতে হয়েছে এই ম্যাচে। হাত ছাড়া হয়েছে এশিয়া কাপের শিরোপা।