promotional_ad

ফের আম্পায়ারিং বিতর্কে ভারত-বাংলাদেশের ম্যাচ

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোরঃ


বাংলাদেশঃ ১৯০/৬, ৪২ ওভার (মাশরাফি ১*, সৌম্য ১৯*) 


আউটঃ মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিথুন ২, মাহমুদুল্লাহ ৪, লিটন ১২১ 


এশিয়া কাপে নিজেদের তৃতীয় ফাইনালে দুবাইয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।


promotional_ad

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। মমিনুল হকের পরিবর্তে বাড়তি স্পিনার নাজমুল ইসলাম অপুকে নিয়ে মাঠে নেমেছে মাশরাফি বাহিনী।


রোহিতের আমন্ত্রণে ইতিমধ্যে নতুন ওপেনিং জুটি নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দলের পক্ষে এই ম্যাচে ওপেনিংয়ের দায়িত্ব সামাল দিচ্ছেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ।


আগের সব ম্যাচে ওপেনাররা ভাল শুরু এনে দিতে ব্যর্থ হলেও লিটন-মিরাজের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুবাইয়ে ব্যাট হাতে ঝড় তুলে ফিফটি হাকান লিটন দাস। ফিফটি হাঁকানোর পরও থেমে যাননি তিনি। 


মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে ১০০ রানের পুঁজিও এনে দেন তিনি। কিন্তু দলীয় ১২০ রানে কিন্তু দলীয় ১২০ রানের সময় ৩২ রানে মেহেদি হাসান মিরাজকে সাজঘরে ফেরত পাঠান পার্ট-টাইমার কেদার যাদব।


এরপর স্কোরবোর্ডে আরও ১৯ রান যোগ করতেই মুশফিক, মিথুন এবং ইমরুলকে হারিয়ে ফেলে টাইগাররা। ইমরুল ২ রান করে যুবেন্দ্র চহলের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন।


৫ রান করে কেদারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুশফিক। আর ২ রান করে লিটনের সাথে ভুল বুঝাবুঝির শিকার হয়ে রান আউট হন মিথুন। দ্রুত চার উইকেট হারালেও দেখে শুনে খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।


লিটনের সেঞ্চুরির পর কুলদিপকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে মাত্র ৫ রান করে বুমরাহ'র হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের পক্ষে হাল ধরেন লিটন এবং সৌম্য।


কিন্তু ৩৭ রানের জুটি গড়ার পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন। কুলদিপ যাদবের বলে ব্যক্তিগত ১২১ রানে সাজঘরে ফেরেন লিটন। 


টেলিভিশন রিপ্লে তে দেখা যাচ্ছিল, যখন স্ট্যাম্পের বেল জ্বলে উঠেছে তখন ডাগে পা ছিল লিটন দাসের। আর লাইনে পা থাকলে ক্রিকেটের ভাষায় বেনিফিট অফ দা দাউট পান ব্যাটসম্যান। কিন্তু লিটনের ক্ষেত্রে সেটা হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball