ধাওয়ান-রোহিতদের সঙ্গী লিটন-মিরাজ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি এশিয়া কাপে উদ্বোধনী জুটিতে এখন পর্যন্ত শতরানের জুটি হয়েছে চারটি। এর মধ্যে দুটি শত রানের জুটি গড়েছে ভারতীয় ওপেনাররাই। কাকতালীয়ভাবে বাকি দুটি শতরানের উদ্বোধনী জুটি হয়েছে ভারতের বিপক্ষেই!
একটি গড়েছিল হংকংয়ের ওপেনাররা। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ১২০ রানের দারুণ এক জুটি।

উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের তালিকায় এটি আছে তৃতীয়তে। প্রথমে আছে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ২১০ রানের জুটি। দ্বিতীয়তে আছে হংকংয়ের ১৭৪ রানের জুটি।
তালিকায় চতুর্থ অবস্থানে আছে লোকেশ রাহুল এবং আম্বাতি রায়ুডুর ১১০ রানের জুটি। এবারের এশিয়া কাপে উদ্বোধনীতে জুটিতে শতরান আর হয়নি। এদিকে আরেকটি তালিকায় অল্পের জন্য জায়গা করে নিতে পারেনি লিটন-মিরাজের জুটিটি।
এশিয়া কাপের ইতিহাসের সেরা দশ উদ্বোধনী জুটিতে জায়গা করে নিতে পারেননি তারা। আছেন ১৪তম অবস্থানে। তবে কমপক্ষে আরও আট রান যুক্ত করতে পারলে সেরা দশের তালিকায় জায়গা করে নিতেন এই দুজন।