বাড়তি স্পিনার নিয়ে নামছে মাশরাফিরা

ছবি: বাংলাদেশ দল

আজ টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর আজকে এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে মাশরাফি বাহিনী।
আজ মমিনুল হকের পরিবর্তে দলে আবারও ফিরেছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। তবে আজও সৌম্য সরকার এবং লিটন কুমার দাসের ওপর আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
অপরদিকে আজ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ভারত। দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মাও। এছাড়াও আজ দলে এসেছেন ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ এবং যুবেন্দ্র চাহাল।
বাংলাদেশ একাদশ-
১। লিটন কুমার দাস
২। সৌম্য সরকার
৩। মোহাম্মদ মিথুন
৪। ইমরুল কায়েস
৫। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৬। মাহমুদুল্লাহ রিয়াদ

৭। মেহেদী হাসান মিরাজ
৮। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
৯। নাজমুল ইসলাম অপু
১০। রুবেল হোসেন
১১। মুস্তাফিজুর রহমান
ভারত একাদশ-
১। রোহিত শর্মা (অধিনায়ক)
২। শিখর ধাওয়ান
৩। আম্বাতি রাইডু
৪। দীনেশ কার্তিক
৫। কেদার যাদব,
৬। মহেন্দ্র সিং ধোনি
৭। রবিন্দ্র জাদেজা
৮। ভুবনেশ্বর কুমার
৯। কুলদিপ যাদব
১০। যুবেন্দ্র চাহাল
১১। জাসপ্রিত বুমরাহ