টপঅর্ডারের ব্যর্থতায় উইকেটও বোঝা হয়নি!

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চলতি আসরে দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে উইকেটের আচরণ এখনো বুঝতে পারেনি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিয়মিতভাবেই টপঅর্ডারের ব্যর্থতার কারণেই উইকেট সম্পর্কে সন্দিহান ম্যাশ।
ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে জানান, 'আমরা চেষ্টা করছি, কিভাবে কি করা যায়। এখানের উইকেট এক দিন দেখেছি। যখন পাকিস্তানের সাথে খেলা হল, তখন একেবারেই ফ্ল্যাট উইকেট।

'আবার আফগানিস্তানের সঙ্গে খেলা হল যখন, তখন দেখলাম নবীর বলেও টার্ন হচ্ছে, রশিদ বা মুজিবের বলে হচ্ছে বুঝলাম। নবীর বলেও হচ্ছে মানে উইকেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা যে দুটো ম্যাচে খেলেছি, খুব বেশি বোঝার সুযোগ পাইনি; কেননা দ্রুত উইকেট পড়েছে শুরুতে।'
তবে উইকেট যেমনই হোক, উইকেটে মানিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী তিনি। 'উইকেট যেমনই হোক আমাদের ওভাবেই মানিয়ে নিয়ে খেলতে হবে।'
এশিয়া কাপের বাংলাদেশ দলের যাত্রা সহজ ছিল না। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতে সুপার ফোরে একটি ম্যাচ হেরে, পরের দুটোতে টানা জিতে ফাইনাল খেলছে মাশরাফিরা। সাকিব-তামিম বিহীন এই দলকে নিয়ে গর্ব করছেন অধিনায়ক। জিততে চান ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও।
'দুজন সেরা ক্রিকেটার ছাড়া তাঁদের এই পর্যন্ত আসা নিশ্চয়ই দারুণ কিছু। তাঁরা গর্ব করতেই পারে। এখনো এক ম্যাচ আছে। তাঁরা তাঁদের সেরা দিতে পারলে এটা দারুণ ম্যাচ হবে।'