বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছি নাঃ ধাওয়ান

ছবি: শিখর ধাওয়ান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের শিরোপার অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। তাদের বিদায় করেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। তাই ফাইনালে বাংলাদেশ দলকে হালকা করে নিচ্ছে না ভারত। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।
‘আমরা বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখি না। কারণ পাকিস্তান ক্রিকেটের একটি বড় দল আর সে দলকে বাংলাদেশ হারিয়েই এশিয়া কাপের ফাইনালে খেলছে। কাগজ-কলমের হিসাব আর মাঠের খেলার পার্থক্য অনেক। সুতরাং মাঠের লড়াইয়ে একটি নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই বড় দল হিসেবে পরিচিত হবে।’

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর ২০১৬ এশিয়া কাপের ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। বাংলাদেশের এই অর্জনগুলো চোখের সামনেই রয়েছে ধাওয়ানের। এর বেশ কয়েকটিতে প্রতিপক্ষ হিসেবে ভারতও ছিল।
কাগজে কলমে বাংলাদেশের চেয়ে অনেকটাই বড় দল ভারত। ধাওয়ান মনে করেন বাংলাদেশ জানে কিভাবে বড় দলগুলোর বিপক্ষে খেলতে হয়। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই যে ভারতের ভয়, সেটা লুকিয়ে রাখেননি ধাওয়ান। প্রশংসা করেছেন মাশরাফি-মুশফিকদের।
‘আপনারা সবাই জানেন তাদের কোচিং স্টাফ খুবই অভিজ্ঞ এবং তারা বেশ ধারাবাহিক ক্রিকেটই খেলছে। এশিয়া কাপের ফাইনালে খেলছে তারা। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তারা সবাই জানে পরিকল্পনা ও কৌশল অনুযায়ী কীভাবে খেলতে হয়। চাপের মুখেও ভালো খেলতে পারে তারা জানে বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হয়।’
যেকোনো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ট্রফি জয় নিয়েও আশাবাদী ধাওয়ান। তবে আগামী ম্যাচে বাংলাদেশ দলকে কোনো ছাড় দিতে নারাজ এই ভারতীয় ওপেনার। তবে এই ভারতীয় ক্রিকেটারের বিশ্বাস, খুব দ্রুতই ট্রফি জেতা না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে বাংলাদেশ।
‘বাংলাদেশ গত ১৮ বছর ধরে টেস্ট খেলছে। তাদের ট্রফি জিততে হয়তো সময় লাগবে। অনেক সময় অনেক দলেরই একটা শিরোপা জিততে অনেক সময় লেগে যায়। আমি ব্যাপারটা দুইভাবে দেখি, আমি অবশ্যই চাইব কাল এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে হারাক। কিন্তু আমি বিশ্বাস করি আমরা খুব শিগগিরই দেখব বাংলাদেশ ট্রফি জেতা না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে।’