ভারতকে আটকানোর ছক কষে ফেলেছেন মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ২৬০-২৭০ রানই লড়াইয়ের সংগ্রহ হবে বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। আগে বল করলে কম রানে রোহিত শর্মাদের বেঁধে ফেলার পরিকল্পনা করছে বাংলাদেশ দল।
"তবে আরেকভাবে যদি বলি, ভারতের সাথে যদি আমরা ২৬০-২৭০ করি, তাহলে লড়াই করার মতো রান হবে। আমি জেতার রান বলছি না। লড়াই করার মতো আরকি। আবার আগে যদি বল করি তাহলে যত কম রানে ওদের আটকানো যায় ততই ভাল। যেহেতু আমাদের টপঅর্ডার এখনো ভাল করছেনা। আসলে ম্যাচের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ।"
এটাকে শিরোপা জয়ের সেরা সুয??গ মনে করছেন মাশরাফি। এর আগে দুইটি এশিয়া কাপ ও তিনিওটি ভিন্ন টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখার স্বাদ পায়নি বাংলাদেশ দল। নিজদের দিনে যেকোনো কিছু ঘটতে পারে বিশ্বাস মাশরাফির।

"হ্যাঁ এটা দারুণ সুযোগ। তবে ফাইনাল শুধুই আরেকটি ম্যাচ। আপনি যদি আপনার সেরা দিনে থাকেন তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে। ছেলেরা ভাল অবস্থানে আছে। তবে সাকিব-তামিম নেই আমাদের। শেষ ম্যাচে ওরা অনেক কিছু শিখেছে।"
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল ও অল রাউন্ডার সাকিব আল হাসান। তবে মুশফিকের দুর্দান্ত ফর্ম স্বপ্ন দেখাচ্ছে টাইগার অধিনায়ককে। লোয়ার মিডেল অর্ডারে দারুণ ফর্মে আছেন মাহমুদুল্লাহ ও মিথুনরা। এখন টপ অর্ডার ভালো করলেই ভালো কিছু সম্ভব বাংলাদেশ দলের।
"তাঁরা জানে, সাকিব খেলবে না। তাও তাঁরা লড়াই চালিয়ে গিয়েছে। ব্যাটিংয়ে আমাদের কিছু সমস্যা আছে আবার মুশফিকও দারুণ ফর্মে আছে। মিথুন-মাহমুদুল্লাহ ভাল খেলছে। যদি আমাদের টপঅর্ডার ক্লিক করে তাহলে দারুণ হবে।"
ফাইনালের আগে ভারতকে হালকা ভাবে নিচ্ছেন না টাইগার দলপতি মাশরাফি। তাদের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে, শিরোপা জিততে ভাগ্যের সহায়তাও চাচ্ছেন অধিনায়ক।
"তবে ভারত বরাবরই কঠিন প্রতিপক্ষ। তাঁরা একনম্বর দল। ফেভারিট হয়েই তাঁরা আসরে এসেছে। আমাদের শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে এবং ভাল দিনের অপেক্ষা করতে হবে।"