ভারতকে হারানো সম্ভবঃ মাশরাফি
ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মানসিক ভাবে তার দল প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ভালো কিছু ইনিংসই পার্থক্য গড়ে দিবে বলে বিশ্বাস টাইগার দলপতির।
"আমরা এখন মানসিকভাবে শতভাগ প্রস্তুত থাকার চেষ্টা করছি। আর সত্যি বলতে ভাল কিছু ইনিংসই পার্থক্য গড়ে দেয়। যেমন মুশফিক-মিথুনের জুটিটা। আশা করি এই জুটি এতো পরে না হয়ে আরও আগে হবে। এরকম কিছু হলে সম্ভব আরকি (ভারতকে হারানো)।"

বুধবার অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর শেষ চারে দুই জয় ও ১ টাইয়ে (আফগানিস্তানের বিপক্ষে) আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
প্রায় পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে খেলতে নামবে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রথম ম্যাচেই আঙ্গুলে চোট পেয়ে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। শেষ চারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জানা গেছে এশিয়া কাপ শেষ সাকিব আল হাসানেরও।
তাছাড়া ছোটোখাটো ইনজুরি লেগেই রয়েছে অনেক ক্রিকেটারের। ফলে শারীরিক ভাবে ক্রিকেটাররা নিজেদের সেরা সামর্থ্য নিয়ে নামতে পারছেন না। তাই টাইগার দলপতি মাশরাফি ,মানসিক শক্তির দিকেই জোড় দিয়েছেন। এছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি।
"জয়ের ক্লু (পথ) মাঠেই তৈরি হয়। সেটা একটা ভাল ইনিংস হতে পারে, ভাল ফিল্ডিং হতে পারে। এটার চেয়ে সহজ উপায় তো নেই। এটার জন্য দরকার মানসিকভাবে প্রস্তুত থাকা, শতভাগ ফিট থাকা। শারীরিক যে রেকভারি দরকার ছিল সেটার কথা ভেবে এখন আর লাভ নাই।"