ভারতের চিন্তার কারণ হতে পারে পার্ট-টাইমাররাঃ মাঞ্জরেকার

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের অনিয়মিত বোলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
"তাদের পার্ট-টাইম স্পিনাররা যদি এমন উইকেটে ভালো করতে পারে তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইন্ডিয়ার জন্য। কিন্তু ভারতের সামর্থ্য আর কোয়ালিটি অনেক বেশি তাই আশা করছি ভারতই জিতবে।"

পাকিস্তানের বিপক্ষে অলখিত সেমিফাইনালে দারুণ বোলিং করেছিলেন টাইগারদের দুই অনিয়মিত বোলার মাহমুদুল্লাহ ও সৌম্য। মাহমুদুল্লাহ ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। আর সৌম্য ৫ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।
বাংলাদেশ দলের অন্য বোলাররাও দারুণ ফর্মে আছেন। মাত্র ২৩৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে ফাইনালের টিকেট পায় বাংলাদেশ দল। মূলত বোলারদের দাপুটে পারফর্মেন্সেই টাইগাররা টানা তৃতীয় বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠে। টাইগারদের বোলিং আক্রমণে মুগ্ধ এই ভারতীয় ধারাভাষ্যকার।
"বোলিংয়ে উন্নতি করেছে তাঁরা। রুবেল ভালো বোলিং করছে, মাশরাফি অসাধারণ ভাবে অধিনায়কত্ব করছে, বোলিংয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে নিয়মিত। মিরাজ আমাকে অনেক প্রভাবিত করেছে।"
তবে এশিয়া কাপের চলতি আসরে বোলাররা ফর্মে থাকলেও বাংলাদেশের চিন্তার বড় কারণ টপ অর্ডারের দায়িত্বহীন ব্যাটিং। ব্যাট হাতে তারা দাঁড়াতেই পারছেন না। এটাকেই ফাইনালের আগে বাংলাদেশ দলের বড় হুমকি মনে করছেন মাঞ্জরেকার।
"তাদের টপ অর্ডার বরাবরই ব্যর্থ হচ্ছে। যা ফাইনালের আগে বড় শঙ্কা দলটির জন্য। মুশফিকুর রহিম দুইবার ভাল ইনিংস খেলে তাদের বিপদ থেকে উদ্ধার করেছেন।"