ম্যাচ উইনারদের দিকে তাকিয়ে বোর্ড প্রেসিডেন্ট

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে পঞ্চপাণ্ডবের দুজন ইনজুরির কারণে দলের সঙ্গে ছিলেন না। সাকিব আল হাসান শুধু এই ম্যাচে না থাকলেও এশিয়া কাপের প্রথম থেকেই নেই তামিম ইকবাল।
আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং দেশ সেরা ওপেনার তামিমের বিকল্প নেই টাইগারদের।
পঞ্চপান্ডবের সবাইকে ম্যাচ উইনার হিসেবে দেখেছেন বোর্ড প্রেসিডেন্ট। সেই সঙ্গে পুরো এশিয়া কাপ জুড়ে টপ অর্ডারের ব্যর্থতা নজরে এসেছে তাঁর। পাঁচ জনের দুইজন দলের সঙ্গে থাকাটাকে বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি।

তারপরও ভারতের বিপক্ষে শুক্রবার ফাইনালে জয়ের আশা ছাড়ছেন না পাপন। দলের ম্যাচ উইনাররা পারফর্ম করলেই বাংলাদেশ শিরোপা ঘরে নিয়ে আসতে পারে বলে আশাবাদি তিনি। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পাপন বলেছেন,
‘শক্তির দিক দিয়ে তারা (ভারত) আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা সবসময় বলি, সেটা হলো আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ভালো করে সবকিছুই সম্ভব। ফাইনালে জয় অসম্ভব নয়।
আমাদের টপ ওর্ডার সবসময় ফেল করে আসছে। তামিম ছাড়া, অনেক দিন ধরে এরা ব্যর্থ। এখন তামিম নাই তাই এটা আরো প্রকট হয়েছে। আবার যখন সাকিব যথন গেল তখন আরো প্রকট হলো। এই রকম করে যদি কোনদিন মুশফিকও না থাকে তখন দেখবেন সেটা আরো বড় মনে হবে।
পাপন আরও বলেন, 'আসলে কিন্তু আমাদের টিমে ৫ জন ম্যাচ উইনার আছে। এর মধ্যে প্রধান যে দুইজন তারা যদি না থাকে তাহলে ধাক্কা তো খাবেই। কিন্তু তামিম একজন ব্যাটসম্যান এবং সাকিব একজন অলরাউন্ডার তাদের বিকল্প এখনো বাংলাদেশে নেই।’
উল্লেখ্য বুধবার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল। এই দুজনকে ছাড়াই আবার শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে টাইগাররা।