মুস্তাফিজ জিততে নেমেছিলঃ জহির খান

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আবু ধাবিতে পুরাতন মুস্তাফিজকে দেখতে পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। তাঁর মতে বাঁহাতি এই পেসারের বোলিং দেখে মনে হয়েছে সে ফর্মে আছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়ের দিন ৪ উইকেট শিকার করা মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।
বাঁহাতি এই পেসারের পারফর্মেন্স দেখে তাঁর মনে হয়েছে, মুস্তাফিজ এদিন জিততে নেমেছেন। তবে ক্যারিয়ারের শুরুতে তাঁর বোলিংয়ের যে গতি ছিল সেই গতিতে সে বোলিং করছেনা বলেও জানান জহির।

পাকিস্তানের বিপক্ষে একদম সঠিক জায়গায় বোলিং করে প্রতিপক্ষে চাপে ফেলেছে বিধায় মিরাজ এসে ফখর জামানকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
'শুরুটা দারুন ছিল। মুস্তাফিজ ঠিক জায়গায় বল করছিল। সে শুরুতে সুযোগ সৃষ্টি করেছে। মিরাজের বলে ফখর জামানের আউট তাদের সাহায্য করেছে কিন্তু দীর্ঘদিন পর মুস্তাফিজকে দেখে মনে হয়েছে সে ফর্মে ফিরেছে।
সেই চেনা মুস্তাফিজকে দেখা গিয়েছিল আজ। কিন্তু এখনো সে ইয়র্কার বল করছে না। তাঁর গতিও আগের জায়গায় নেই। তবে ভাল ফর্মের ইঙ্গিত দিয়েছে। মুস্তাফিজ আজ জিততে নেমেছিল, এটা বুঝা যাচ্ছিল।'
পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয় বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিন টাইগারদের জয়ে বল হাতে ৪ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য যে, বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রথম এশিয়া কাপ শিরোপা ঘরে তোলার। সেই লক্ষ্যেই শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।