promotional_ad

এবার ভারতে চোখ মাশরাফির

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দলে। ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস ফাইনালেও টাইগার ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য দেখাতে পারবে।


'আমরা সর্বদা জানি যে ভারত একটি সিরিয়াস দল। আমাদের সাকিব এবং তামিম নেই, তবে আশা করি ছেলেরা শুক্রবার তাঁদের সামর্থ্য দেখাতে পারবে।'


promotional_ad

আঙ্গুলের ইনজুরির কারণে এশিয়া কাপের শুরুতেই ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। আঙ্গুলের পুরোনো ইনজুরির কারণে ফাইনাল না খেলেই দেশে ফিরতে হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।


ফলে পূর্ণ শক্তির দল ছাড়াই ভারতের মোকাবেলা করতে হচ্ছে মাশরাফিদের। সাকিব না থাকায় পাকিস্তানের বিপক্ষে মাঝের ওভার গুলোতে মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারকে দিয়ে বল করাতে হয়েছে।


দুজনই নিয়মিত বোলার নন। শুরুর দিকেও আক্রমণে ছিলেন না অধিনায়ক মাশরাফি। দুই প্রান্ত দিয়ে বোলিং শুরু করেছেন মিরাজ ও মুস্তাফিজ। আর তাতে সাফল্যও পেয়েছে বাংলাদেশ দল। তবে দলের মূল কাজটা করেছেন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিথুন।


মাত্র ১২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর এই দুজনে যোগ করেছেন ১৪৪ রান মুশফিক ৯৯ রানে আর মিথুন ৬০ রানে আউট হয়েছেন। এই দুজনের ব্যাটেই ২৩৯ রানের লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। তাই ম্যাচ শেষে এই দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি।


'আমার মতে আমরা আজকে আমাদের কম্বিনেশন কিছুটা পরিবর্তন করেছিলাম। সাধারণত আমি ওপেনিং বোলিং করি, কিন্তু আজ মিরাজকে দিয়ে বোলিং শুরু করা হয়েছে। বোলাররা দারুণ পারফর্ম করেছে। তবে মুশি এবং মিথুন আসলেই দারুণ ব্যাটিং করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball