মাশরাফিদের সামনে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশ দলের। সেই সঙ্গে তৃতীয় বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলার গৌরব অর্জন করবে মাশরাফিরা।
এই ম্যাচে মাঠে নামার আগে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে টাইগাররা। পাকিস্তানকে হারালেই এই রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯৩ পয়েন্টে। অর্থাৎ ৩ পয়েন্ট পাবে তাঁরা।
আর হেরে গেলে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পাশাপাশি ১ রেটিং পয়েন্ট হারাবে মাশরাফিরা। ৯০ থেকে কমে রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৯ পয়েন্টে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে হারলে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে থেকে ছিটকে যাবে পাকিস্তানও। সেই সঙ্গে তাদের রেটিং পয়েন্ট ১০৩ থেকে কমে গিয়ে দাঁড়াবে ১০২ পয়েন্টে।
আর টাইগারদের হারিয়ে দিলে শুক্রবারের ফাইনালে ভারতের সঙ্গী হবে সরফরাজ আহমেদের দল। এই জয়ে রেটিং পয়েন্ট ১০৩ থেকে গিয়ে দাঁড়াবে ১০৪ পয়েন্ট।
এর আগে ২০১২ সালের এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল দু'দল। সেবার অবশ্য মাত্র ২ রানে হেরে শিরোপা হাতছানি হয় সাকিব-তামিমদের।
এরপর ২০১৬ সালে টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে আবারও ফাইনালে উঠেছিল মাশরাফিরা। সেবার ভারতের বিপক্ষে হেরে আবারও শিরোপা জয় থেকে বঞ্চিত হয় টাইগাররা।
এবার প্রথম শিরোপা জয়ের উদ্দেশ্যে বুধবার এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জয়ী দল শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।