promotional_ad

পাকিস্তান জানে বাংলাদেশ বিপজ্জনক দলঃ স্টিভ রোডস

স্টিভ রোডস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের শেষ চারে নিজেদের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগারদের প্রধাণ কোচ স্টিভ রোডস এই ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রাখলেও নিজেদেরও বিপজ্জনক দল হিসেবে আখ্যা দিয়েছেন।


“সত্যি বলতে, পাকিস্তান এই ম্যাচে ফেভারিট। তবে তাতে আমাদের আপত্তি নেই। বরং খুব ভালো জায়গা আছি আমরাও। ওরাও জানে আমরা বিপজ্জনক দল। আন্ডারডগ হিসেবে ম্যাচে যাওয়াটা আমাদের পক্ষেও কাজ করতে পারে।”


এশিয়া কাপের শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই খেলতে এসেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচে হেরে পাক ক্রিকেটারদের মনোবলে জোড় ধাক্কা লেগেছে। তবে তারা যেকোনো সময় জ্বলে উঠতে পারে। তাই তাদের সমীহই করছেন টাইগার কোচ।


promotional_ad

“পাকিস্তান দলের প্রতি আমাদের সমীহের কমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যা করেছিল, এখনও খুব বেশি আগের কথা নয়। দারুণ খেলেই জিতেছিল। এই টুর্নামেন্টে ওদের একটু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু ওরা বিপজ্জনক দল। নিজেদের দিনে ওরা সত্যিই ভয়ঙ্কর হতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে।”


পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্য তার শীষ্যরা মুখিয়ে আছে বলে জানিয়েছেন স্টিভ রোডস। পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।


“ক্রিকেট দল হিসেবে ওদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি আমরা। তবে আমরাও বিপজ্জনক দল এবং তারাও সেটা জানে। দারুণ লড়াই হবে। ম্যাচটি কার্যত সেমি-ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে আসার পর আমরা এটিই চেয়েছিলাম, এই জায়গাতেই আসতে চেয়েছিলাম। এখন চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে লড়তে।”


পাকিস্তান ও বাংলাদেশ দুই দলের সবশেষ দেখায় বাংলাদেশই জয় পেয়েছি। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে এখন পাকিস্তান দল নিজেদের অনেকটাই গুছিয়ে এনেছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।


আসন্ন এই ম্যাচে পাকিস্তান দল নিজেদের সেরাটা খেললে তাদের আটকে রাখা কঠিন। তাই টাইগার কোচের চাওয়া, অন্তত আরেকটি ম্যাচ বাজে খেলুক পাকিস্তান। আর ভালো করে তাদের হারিয়ে ফাইনাল খেলুক বাংলাদেশ।


“আশা করি, আরেকটা খারাপ দিন যাবে ওদের। কারণ ওদের যদি খারাপ দিন আসে, আর আমরা ভালো খেলি, তাহলে আমরা জিতব। তবে আমরা তো জানি না, কালকে পাকিস্তানের কোন চেহারা দেখা যাবে! সেটি আমোদের নিয়ন্ত্রণেও নেই। আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা কিভাবে খেলি। আমাদের চাওয়া থাকবে যেন আমরা ভালো খেলি।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball