'অধিনায়ক' ধোনীর নতুন মাইলফলক

ছবি: মহেন্দ্র সিং ধোনী

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে বড় পরিবর্তন নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। তাদের একাদশে মোট পাঁচটি পরিবর্তন হয়েছে।
তবে সবচেয়ে বড় চমক ছিল অধিনায়কের জায়গায় ধোনীর নাম। এই ম্যাচে খেলছেন না এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা। তার অবর্তমানেই ভারতীয়দের নেতৃত্ব দিচ্ছে ধোনী।

এই সুযোগে নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন এই দলপতি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ২০০ তম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
২০১৬ সালে ভিরাট কোহলির কাছে নেতৃত্বভার পুরোপুরি ছেড়ে কেবল উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন ধোনি। অধিনায়কের দায়িত্ব ভালো ভাবে পালন করায় আর ধোনীকে ডাকার প্রয়োজন হয়নি।
মাঝে কিছু ম্যাচে রোহিত শর্মা নেতৃত্ব দিয়েছেন। তবে নেতৃত্ব ছাড়লেও মাঠে ধোনির অধিনায়কসূলভ সিদ্ধান্তের প্রভাব যে থাকে, সেটিও অনেকবার সরাসরিই বলেছেন ভারতীয় অধিনায়ক কোহলি।
আফগানদের বিপক্ষে রোহিতসহ পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছে ভারত। ফলে ৬৯৬ দিন পর আবারও অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ধোনী। আর তাতেই নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন তিনি।