promotional_ad

বাংলাদেশকে খাটো করে দেখছে না পাকিস্তান

শোয়েব মালিক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। লড়াইয়ের আগে বাংলাদেশ দলকে আন্ডারডগ ভাবছে না পাকিস্তান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক।


"একজন ক্রিকেটার হিসেবে আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি না শক্তিশালী ও আন্ডারডগের মধ্যে। নির্দিষ্ট দিনে যে দলের ২-৩ জন বোলার পারফর্ম করবে ২-৩ জন ব্যাটসম্যান ভালো করবে সেই দলই ভালো ভাবে শেষ করতে পারবে, জয়ী হবে। তাই আমি মনে করি আমরা এটা নিয়ে চিন্তা করছি না।"


নির্দিষ্ট দিনে যে দল ভালো করবে সেই দলেরই ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করে মালিক। বাংলাদেশকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করবে তারা। ফলে এই ম্যাচে দায়িত্ব নিয়ে খেলার জন্য সতীর্থ্যদের পরামর্শ দিয়েছেন মালিক।


promotional_ad

যারা ভালো ফর্মে আছে তাদের পারফর্মেন্সের ধারবাহিকতা ধরে রাখার কথা বলেছেন শোয়েব মালিক। দলে অনেক কম্বিনেশন আছে। এখন শুধু সমন্বয় করতে হবে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেই পাকিস্তান নিজেদের নিয়েই ভাবছে।


"এই জায়গায় আসার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং আমাদের দলের অনেক কম্বিনেশন আছে। এখন আমাদের এটা সমন্বয় করতে হবে। যারা ভালো ফর্মে আছে এটা তাদের দায়বদ্ধতা। ধারাবাহিক পারফর্মেন্স দলকে সাহায্য করতে পারে। এই ম্যাচে আন্ডারডগ কেউ না, নিজেদের দিনে যে কেউ জিততে পারে।"


এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পর শেষ চারেও বড় ব্যবধানে হেরেছে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। সেই হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে মালিক। তিনি ভরসা রাখতে চান তারুণ্যের উপর।


"আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী কিন্ত তাদের অভিজ্ঞতা নেই। শুধু তাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে শিখতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী ম্যাচে তারা ভালো করবে।"


বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় পাকিস্তান। ভারতের বিপক্ষে দুই ম্যাচে হারাকেই সবকিছুর শেষ ভাবছেন না এই পাকিস্তানি অলরাউন্ডার।


"হ্যা আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ভারতের বিপক্ষে দুটি ম্যাচে হেরেছি। কিন্তু এটাই সব কিছুর শেষ নয়। এটা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর সময়। আমাদের ভুললে চলবেনা আমাদের অধিকাংশ খেলোয়াড়ই বয়সে তরুণ। আমরা এখনও একটি ইউনিট হিসেবে যুক্ত আছি। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আগামী ম্যাচে আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন দেখতে পাবেন।"
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball